‘খেলা হবে’ দিবস থেকে শপথ নিলেন মদন, জেনে নিন অঙ্গীকার! তৃণমূল নদীয়া-২৪ পরগনা রাজনীতি রাজ্য August 17, 2021 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অত্যন্ত চাপে পড়ে যায়, শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতার ভারতীয় জনতা পার্টিতে যোগদানের ফলে। তবে বহু চেষ্টা করেও তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঘাসফুল শিবির রাজ্যের ক্ষমতা দখল করেছে। আর ক্ষমতা দখল করার পরই যে “খেলা হবে” স্লোগান তাদেরকে বাজিমাত করেছিল, সেই খেলা হবে স্লোগানকে স্বীকৃতি দিয়ে প্রশাসনিক স্তরে পালন করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো করে 16 আগস্ট রাজ্যজুড়ে পালন হয়েছে “খেলা হবে” দিবস। আর সেই “খেলা হবে” দিবসে নয়া শপথ নিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। যেখানে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে কখনও তিনি গদ্দার হবেন না বলে শপথ গ্রহণ করতে দেখা গেল তাকে। প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর থেকেই তাকে “মীরজাফর” এবং “গদ্দার” বলে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এমনকি বর্তমানে যখন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে প্রতিটি মুহূর্তে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন, তখন তাকে সেই একইভাবে লাগাতার কটাক্ষ করছে ঘাসফুল শিবির। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর রাজ্যের পক্ষ থেকে যখন “খেলা হবে” দিবস পালন করা হচ্ছে, তখন সেই কর্মসূচিতে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে নয়া অঙ্গীকার করলেন মদন মিত্র। এদিন তিনি বলেন, “যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব। কিন্তু শুভেন্দু অধিকারীর মতো গদ্দার হব না।” অর্থাৎ নিজেকে একনিষ্ঠ সৈনিক হিসেবে তুলে ধরে তিনি যে সব সময় দলের পাশে থাকবেন, তা বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একাংশের মতে, অতীতে রাজ্য সরকারের মন্ত্রী থাকার সময় সারদাকাণ্ডে শ্রীঘরে যেতে হয়েছিল মদন মিত্রকে। কিন্তু তারপরেও দলের সঙ্গে সম্পর্ক খারাপ করেননি তিনি। বরঞ্চ শ্রীঘর থেকে বেরিয়ে আবার দলের কাজে নিজেকে যুক্ত করেছেন। বর্তমানে তিনি আবার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বিধায়ক হিসেবে দলে সক্রিয় ভূমিকায় কাজ করতে শুরু করেছেন। তবে শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এত কিছু দেওয়ার পরেও, যেভাবে তিনি দলের সঙ্গে গদ্দারি করেছেন, তা খুব একটা ভালো নয় বলে বারবার তুলে ধরার চেষ্টা করেছে ঘাসফুল শিবির। আর এবার “খেলা হবে” দিবসের কর্মসূচিতে উপস্থিত হয় সেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি যে সব সময় দলের পাশে অনুগত সৈনিক হিসেবে থেকে যাবেন, তা বুঝিয়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। যা রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -