এখন পড়ছেন
হোম > জাতীয় > ক্ষমতায় বসেই প্রতিশ্রুতি পূরণ বিজেপির, জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত! প্রবল খুশিতে ভক্তরা!

ক্ষমতায় বসেই প্রতিশ্রুতি পূরণ বিজেপির, জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত! প্রবল খুশিতে ভক্তরা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহন চরণ মাঝি। ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। তবে ক্ষমতায় বসার পরেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে তারা পুরীর জগন্নাথ মন্দিরের চারটি বন্ধ দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অবশেষে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর দিনই আজ সাত সকালে সেই মন্দির চত্বরে উপস্থিত হয়ে চারটি দরজা খুলে দেওয়ার সাক্ষী থাকলেন ওড়িশার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, গতকাল নতুন বিজেপি সরকার ওড়িশায় শপথ নিয়েছে। আর তারপরেই আজ পুরীর ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর পর সিংহ, হস্তি, ব্যাঘ্র এবং অশ্ব দুয়ার খুলে গিয়েছে। এদিনের এই পুন্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। স্বভাবতই এই মুহূর্তের সাক্ষী হয়ে রীতিমত খুশির জোয়ারে ভাসতে শুরু করেছেন অগণিত ভক্তবৃন্দ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!