এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ইয়াসের ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের চাপ বাড়িয়ে দিল আদালত, জেনে নিন বিস্তারিত!

ইয়াসের ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের চাপ বাড়িয়ে দিল আদালত, জেনে নিন বিস্তারিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আমপানের পর “ইয়াস” নামক দুর্যোগ নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এবং ত্রাণ দেওয়া নিয়ে যাতে কেউ সরকারের বিরুদ্ধে সরব হতে না পারে, তার জন্য প্রথম থেকেই সদা সতর্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এমনকি “ইয়াস” নামক দুর্যোগ আছড়ে পড়ার পর ত্রাণ দেওয়ার ক্ষেত্রে কোনো রকম রাজনৈতিক রঙ দেখা হবে না বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও বেশ কিছু ক্ষেত্রে বিতর্ক মাথাচাড়া দিয়েছে‌। সম্প্রতি এই ব্যাপারে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।

আর সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকারকে দেওয়া হল বড়সড় নির্দেশ। যেখানে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সমাজকর্মীর দায়ের করা এই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের হলফনামা তলব করা হল। স্বাভাবিকভাবেই এই ব্যাপারে এখন রাজ্য সরকারের পক্ষ থেকে কোর্টের কাছে কি রিপোর্ট পেশ করা হয়, তা অবশ্যই লক্ষণীয় বিষয় সকলের কাছে।

প্রসঙ্গত উল্লেখ্য, “ইয়াস” এর ফলে ক্ষতিগ্রস্ত কৃষি জমির ক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যবস্থা করে রাজ্য সরকার। কিন্তু সেই ক্ষতিপূরণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। আর তারপরেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন বড়সড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট হাইকোর্ট। যেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, এই মামলায় রাজ্যের হলফনামা পেশ করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, মূলত সমীক্ষা না করে একতরফাভাবে এই কৃষি জমির ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য সরকার। কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতামান না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছিল। আর সেই বিষয়টি তুলে ধরে ফসলের ধরন বদলে গেলেও ক্ষতিপূরণের মাত্রা এক থাকায় গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু।

আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই এবার রাজ্যের হলফনামা তলব করে রাজ্য সরকারের চাপ কিছুটা হলেও বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই এই ব্যাপারে আগামী 27 আগস্ট পরবর্তী শুনানি রয়েছে। তাই সেই শুনানি পর্বের আগে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়ায় রাজ্য কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!