এখন পড়ছেন
হোম > রাজ্য > কিভাবে হবে কলেজের পরীক্ষা? বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের! জেনে নিন!

কিভাবে হবে কলেজের পরীক্ষা? বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় দেড় বছরের মত সময় ধরে বন্ধ ছিল রাজ্যের স্কুল এবং কলেজগুলো। তবে গত নভেম্বর মাসের 16 তারিখে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে গিয়েছে। আর এই পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে চিন্তিত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। এতদিন অনলাইনে পড়াশোনা হয়েছে। স্বাভাবিকভাবেই এবার স্কুল এবং কলেজের পরীক্ষা কিভাবে হবে, তা নিয়ে চিন্তা বাড়ছে। আর এই পরিস্থিতিতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যাতে অনলাইনেই নেওয়া হয়, তার জন্য উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলোকে এই ব্যাপারে একটি পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের কাছে একটি পরামর্শ পাঠানো হয়েছে। যেখানে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেই পরামর্শে বলা হয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আপাতত অনলাইনেই নেওয়া হোক। আর এর কারণ হিসেবে করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনেই পড়াশোনা হয়েছে। তাই সেমিস্টারের পরীক্ষা রাতে অনলাইনেই নেওয়া হয়, তার পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলোকে দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার জেরে এখন নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে, তাহলে কি এবারেও অনলাইনেই পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের! নাকি অফলাইনে পরীক্ষা দেবে তারা! এখনও গোটা বিষয়টি চূড়ান্ত নয়। তবে উচ্চ শিক্ষা দপ্তরের পরামর্শ পাওয়ার পর গোটা বিষয়টি নিয়ে যে আলোচনা শুরু করে দিয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!