এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কোচবিহারের ঘটনাকে আড়াল করতে সাংঘাতিক প্ল্যান মমতার? সামনে এলো বড় তথ্য!

কোচবিহারের ঘটনাকে আড়াল করতে সাংঘাতিক প্ল্যান মমতার? সামনে এলো বড় তথ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি নবান্নের সভাগৃহে মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ নিয়ে অনেক বড় বড় কথা বলেছেন। জবর দখলের বিরুদ্ধে বিভিন্ন পৌরসভাকে ধমক পর্যন্ত দিয়েছেন‌। যা নিয়েই এতদিন চর্চা হয়েছিল টেলিভিশন মিডিয়ায়। কিন্তু যেদিন তিনি প্রথম এই ধমকের পালা শুরু করলেন, সেদিন কোচবিহারে ঘটে গিয়েছিল বীভৎস ঘটনা। বিজেপির সংখ্যালঘু এক মহিলাকে বিবস্ত্র করে যেভাবে মারধর করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও‌ হার মানিয়েছে।সকলেই এই ঘটনার সমালোচনা করছেন।

আর সেই সময় নবান্নে বিভিন্ন জনপ্রতিনিধিদের ধমক দিয়ে কোচবিহারের ঘটনাকে আড়াল করার জন্যই কি প্ল্যান করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন সেই রকমই ইঙ্গিত দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, আজ বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্তবাবু। আর সেখানেই গোটা বিষয়টি নিয়ে ভয়ংকর বক্তব্য রাখেন তিনি।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, “যেদিন কোচবিহারে এই নৃশংস ঘটনা ঘটল ,সেদিন মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদ নিয়ে অনেক বড় বড় কথা বললেন। আর তারপর থেকেই দুদিন ধরে হকার উচ্ছেদ নিয়ে টেলিভিশন মিডিয়ায় সবকিছু চললো‌। আর এখন সব ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা এখন বুঝতে পারছি যে, হকার উচ্ছেদ একটা পলিটিকাল স্টান্টবাজি ছাড়া আর কিছু নয়। মিডিয়ার নজর কোচবিহার থেকে ঘোরানোর জন্যই মুখ্যমন্ত্রী সেদিন বৈঠক করেছেন।” তবে সুকান্ত মজুমদারের এই বক্তব্য সত্যি হয়, তাহলে কিন্তু বাংলা ও বাঙালি ক্ষমা করবে না এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!