এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতায় কারেন্ট কেলেঙ্কারি! হাইকোর্টের নতুন নির্দেশে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে চাপে সিইএসসি?

কলকাতায় কারেন্ট কেলেঙ্কারি! হাইকোর্টের নতুন নির্দেশে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে চাপে সিইএসসি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –লকডাউনের মধ্যেই সম্প্রতি রাজ্যের বেশকিছু গ্রাহকের কাছে মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল এসেছে। যে বিল দেখে কার্যত চোখ কপালে উঠে গেছে অনেকেরই। রাজ্যের তরফ থেকে গোটা ঘটনায় সিইএসসির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে কেন মাত্রাতিরিক্ত বিল এল, এবার তা নিয়ে বিদ্যুৎ বন্টন সংস্থা সিইএসসির কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। বস্তুত, কেন এইভাবে বিদ্যুতের বিল পাঠানো হয়েছে এবং তা অবিলম্বে বাতিল করা হোক,

এই দাবি তুলে রজনীশ কলাবতী নামে এক ব্যক্তি সম্প্রতি একটি জনস্বার্থ মামলা করেন। যেখানে মিটারের রিডিং না নিয়ে কোন তথ্যের ভিত্তিতে চার মাসের গর বিল পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।শুধু তাই নয়, বিল তৈরীর ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। স্বাভাবিকভাবেই যখন বিদ্যুৎ বন্টন সংস্থা সিইএসসির তরফ থেকে এই বিদ্যুতের বিল পাঠানো নিয়ে নানা মহলে শোরগোল তৈরি হয়েছে, ঠিক তখনই এই ব্যক্তির মামলা কোন দিকে মোড় নেয়, তার দিকে নজর ছিল সকলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশেষে এই মামলা অনুযায়ী মিটার রিডিং না নিয়ে কিভাবে গড় বিল তৈরি করা হল, সেই সম্পর্কে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা গেছে, প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ এবং বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিইএসসিকে এই নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সিইএসসির পক্ষ থেকে এই রকম বিল পাঠানোর পর রাজ্য সরকারের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ করা হয়। কোনোভাবেই গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করা যাবে না বলে জানিয়ে দেয় রাজ্য।

যার পরেই সিইএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, গত মাসের বকেয়া বিদ্যুতের ইউনিটের টাকা মেটাতে হবে না। তবে এরপর এক ব্যক্তির জনস্বার্থ মামলা এবং তার পরিপ্রেক্ষিতে সিইএসসির হলফনামা এখন কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের। জানা গেছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী 5 আগস্ট। সব মিলিয়ে এবার কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বন্টন সংস্থা সিইএসসি যে ব্যাপক চাপে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!