এখন পড়ছেন
হোম > রাজ্য > কর্মসংস্থানের জোয়ার রাজ্যে, মন্ত্রীসভার বৈঠকে বড় সিদ্ধান্ত!

কর্মসংস্থানের জোয়ার রাজ্যে, মন্ত্রীসভার বৈঠকে বড় সিদ্ধান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে বেকারদের সংখ্যা বাড়ছে, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এই অভিযোগ করতে শুরু করেছে বিরোধীরা। তবে 2021 এর বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, যদি তার সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে সব থেকে বেশি জোর দেওয়া হবে কর্মসংস্থানের ওপরে। আর নিজের দেওয়া কথা এবার রাখতে শুরু করলেন মুখ্যমন্ত্রী। আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য দপ্তরে একাধিক নিয়োগের ঘোষণা করা হয়।

সূত্রের খবর, আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে রাজ্যের গ্রাম এবং শহরের স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে প্রায় 11 হাজার 521 জন স্বাস্থ্য কর্মী নিয়োগ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্য দপ্তরে প্রকল্পভিত্তিক 342 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে বলেও ঘোষণা করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী।

বিশেষজ্ঞদের মতে, কর্মসংস্থান নিয়ে বিরোধীদের চাপে নাজেহাল হয়ে অবশেষে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো রাজ্য সরকার‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!