এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে, মমতার আমন্ত্রণের পরেও বাংলা সফর বাতিল মোদীর!

রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে, মমতার আমন্ত্রণের পরেও বাংলা সফর বাতিল মোদীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, এমনটাই কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত রাজ্যের আমন্ত্রণ পেলেও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী। যাকে কেন্দ্র করে নানা গুঞ্জন তৈরি হয়েছে। তাহলে কি রাজ্যের সঙ্গে চরম দ্বৈরথ তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের! আর সেই কারণেই কি প্রধানমন্ত্রী এই বড় কর্মসূচিতে উপস্থিত থাকছেন না! নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ!

ইতিমধ্যেই গোটা বিষয়কে কেন্দ্র করে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এই অনুষ্ঠানে যে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন না, তা জানিয়ে দেওয়া হয়েছিল। যেখানে বলা হয়েছিল, বিশেষ কারণের জন্য প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আসতে পারছেন না। প্রসঙ্গত, দিল্লি সফরে গিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যাতে প্রধানমন্ত্রী আসেন, তার জন্য তাকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী।

স্বভাবতই এই ব্যাপারে কৌতুহলী ছিলেন সকলে। কিন্তু শেষ পর্যন্ত সেই সফর বাতিল হয়ে যাওয়ায় নানা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!