এখন পড়ছেন
হোম > জাতীয় > হাথরস কাণ্ড আর দিল্লির সেই হার হিম করা নির্ভয়া কাণ্ড মিলে গেল একবিন্দুতে! জানুন বিস্তারে!

হাথরস কাণ্ড আর দিল্লির সেই হার হিম করা নির্ভয়া কাণ্ড মিলে গেল একবিন্দুতে! জানুন বিস্তারে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাথরাসের গণধর্ষণের ঘটনায় সোচ্চার হয়ে উঠেছে সারাদেশ। অভিযোগ উঠেছে দলিত তরুণীকে উচ্চবর্ণের ৪ জন অভিযুক্ত গণধর্ষণ করেছে। গণধর্ষনের পর তাঁর উপর প্রবল নিগ্রহ চালানো হয়েছিল। এই ধর্ষণের ফলে রাজ্যজুড়ে নিন্দিত উচ্চবর্ণের সম্প্রদায়। তবে, অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা নামের এক উচ্চবর্ণর সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই ধর্ষণকাণ্ডে দলিত সম্প্রদায়কে উচ্চবর্ণের বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে গতকাল উত্তর প্রদেশে পুলিশের দাবি ছিল, মিথ্যে অভিযোগ করার জন্য নির্যাতিতার পরিবারের সদস্যদের ৫০ লক্ষ টাকা পুরস্কার দেয়া হয়েছে।

প্রসঙ্গত, হাথরাসের কাণ্ডে অভিযুক্তদের প্রত্যক্ষ সমর্থন জানিয়েছে উচ্চবর্ণের একাধিক সংগঠন। কিছুদিন আগেই হাথরাস কাণ্ডের নির্যাতিতা তরুণীর বাড়ির কাছে জনৈক বিজেপি নেতার বাড়িতে ৫০০ জনের একটি জমায়েত হয়েছিল। যে জমাতেত করে উচ্চবর্ণের সংগঠন সাবর্ণ সমাজ। অভিযোগ উঠেছে এই জমায়েত থেকেই হাথরাসের ধর্ষণকাণ্ড অভিযুক্তদের পক্ষে স্লোগান দেয়া হয়েছিল। এই ঘটনায় সরকার ও পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। করোনা সংক্রমণ কালে এমন জমায়েত নিয়েও প্রশ্ন ওঠে।

এরপর হাথরাস কাণ্ডের পর এই ঘটনা নিয়ে একটি পঞ্চায়েতও বসানো হয়েছিল। যেখানে অভিযুক্তদের নির্দোষ বলে দাবি করা হয়। এই পঞ্চায়েত থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছিল। আবার, গত রবিবার প্রাক্তন বিজেপি বিধায়ক রাজবীর সিং পেহলওয়ানের বাড়ির সামনে বেশ কিছু মানুষ জমা হন। যাদের দাবি ছিল অভিযুক্ত চারজন যুবক নির্দোষ, তাই তাদেরকে মুক্তি দিয়ে নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে এফআইআর করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনার পরে আইনজীবী অজয় প্রকাশ সিংকে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার পক্ষ থেকে হাথরাস কাণ্ডের চারজন অভিযুক্তদের হয়ে মামলা লড়াইয়ের জন্য নিযুক্ত করা হলো। আইনজীবী অজয় প্রকাশ সিংকে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার প্রধান তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজা মানবেন্দ্র সিং মামলা লড়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তাতে সম্মত হয়েছেন আইনজীবী।

অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার পক্ষ থেকে একটি প্রেস বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, এই মামলায় আইনজীবীর ফি বাবদ অনেক টাকা ইতিমধ্যেই চাঁদা তুলেছে এই সংগঠন। প্রসঙ্গত আইনজীবী অজয় প্রকাশ সিং দিল্লির নির্ভয়া কাণ্ডের অভিযুক্তদের হয়ে মামলা লড়েছিলেন। তবে অনেক চেষ্টা করেও তিনি বাঁচাতে পারেননি ধর্ষকদের। এবার তিনি হাথরাসের অভিযুক্তদের হয়ে মামলা লড়তে চলেছেন। ফলে তাঁর বিরুদ্ধে সমালোচনা করেছেন অনেকেই।

অনেকে মনে করছেন আইনজীবী অজয় প্রকাশ সিং এই মামলার দায়িত্ব নেবার ফলে এই মামলার নিষ্পত্তি হতে অনেকটা সময় লেগে যাবার সম্ভাবনা আছে। কারন নির্ভয়া মামলাতে বহুবার রাষ্ট্রপতির কাছে আবেদন, প্রাণভিক্ষার আবেদন করে মামলাকে বিলম্বিত করা হয়েছিল। এবারও একই কাজ করতে পারেন তিনি। আবার এক্ষেত্রেও অভিযুক্ত চারজনই। মামলা বিলম্বিত করার কৌশল তিনি ভালভাবেই জানেন, তাই এক্ষেত্রেও মামলা হয়তো অনেক দিন ধরে চলবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!