এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বাম-কংগ্রেসের মিছিলের “টুম্পা সোনা” গান, তীব্র কটাক্ষ বিজেপির!

বাম-কংগ্রেসের মিছিলের “টুম্পা সোনা” গান, তীব্র কটাক্ষ বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন, প্রায় প্রতি জায়গাতেই এখন টুম্পা সোনা গানের রমরমা বাজার। তবে সেই গান আনন্দ উৎসবে বাজলেও, রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা তাদের সৃষ্টিশীল প্রচারে সেই গান ব্যবহার করবে, তা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু আগামী 28 ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড উপলক্ষে সেই “টুম্পা সোনা” গান বাজতে দেখা গেল কেশপুরে। যেখানে কেশপুরে মহামিছিলের আয়োজন করা হলে এই গানের মধ্যে দিয়ে পদযাত্রা করতে দেখা যায় বাম এবং কংগ্রেস নেতাদের। আর এই গোটা বিষয় নিয়ে এখন বাম এবং কংগ্রেসের সংস্কৃতি সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

জানা যায়, এদিন কেশপুরে আগামী ব্রিগেড উপলক্ষে বামেদের পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক তরুণ রায়, রাজ্য কমিটির সদশ্য তাপস সিনহা, প্রাক্তন বিধায়ক রামেশ্বর দলুই সহ কংগ্রেসের ব্লক সভাপতি লক্ষীকান্ত ঘোষ এবং অন্যান্য নেতাকর্মীরা। আর সেই মিছিলেই পথ চলতে চলতে মাইকে শুনতে পাওয়া যায় টুম্পা সোনা গান।

স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক দলের মিছিলে কেন এই ধরনের গান বাজবে এখন তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। যার ফলে বিজেপি এবং সিপিএমের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সহ-সভাপতি শিবু পানিগ্রাহী বলেন, “এসব গান রুচিতে বাধে। বামপন্থীদের আদর্শ নীতি বিসর্জন গিয়েছে। কংগ্রেস তো আগেই বিসর্জন দিয়েছিল। এখন দু দল এক হয়েছে। তাদের মুখে এসব গান মানায় না ‌ আমাদের এসব বলতে রুচিতে বাধে। একুশের নির্বাচনে তৃণমূল, বাম, কংগ্রেস কেউ স্থান পাবে না। বিজেপিই সরকার গঠন করবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে প্রধান লড়াই হতে চলেছে তৃণমূল বনাম বিজেপির মধ্যে কিন্তু সেই লড়াইয়ে মাঝখানেই ধীরে ধীরে প্রাসঙ্গিক হতে চলেছে বাম এবং কংগ্রেস বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে এখন থেকেই কর্মী-সমর্থকদের উজ্জীবিত করছেন তারা। আর এই পরিস্থিতিতে “টুম্পা সোনা” গান বাজিয়ে বিজেপির কড়া সমালোচনার মুখে পড়তে হল বামেদের। যার ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি তরজা আক্রমণ এবং পাল্টা আক্রমণে আরও জমজমাট হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!