এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের অপারেশন কোমল নিয়ে বড়সড় অভিযোগ কুমারস্বামীর

ফের অপারেশন কোমল নিয়ে বড়সড় অভিযোগ কুমারস্বামীর


রাজ্য তথা জাতীয় রাজনীতিতে দল ভাঙ্গানোর অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু এবার দেশের দক্ষিণী রাজ্য কর্নাটকের রাজনীতিতে অপারেশন কোমল ঘিরে প্রবল সোরগোল ছড়িয়ে পড়ল। আর যে ঘটনা নিয়ে বর্তমানে কর্ণাটকের রাজনীতিতে শাসক বনাম বিরোধীর তরজা তুমুল আকার ধারণ করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত নির্বাচনে 280 আসন বিশিষ্ট এই কর্নাটকে ম্যাজিক ফিগারে সরকার গড়তে 141 টি আসন পাওয়ার কথা থাকলেও বিজেপি পায় 104 টি আসন। কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠতা কেউই পায়নি। কিন্তু এদিকে আসন কম থাকলেও কংগ্রেস আর জেডিএস জোট করে আসন সংখ্যা হয়ে দাঁড়ায় ১১৭। যেখানে ১০৪ টি আসন ছিল বিজেপির জোট করে বিজেপির থেকে বেশি আসন পেয়ে সরকার করে জোট।

এদিকে ক্ষমতার মসনদ দখল করতে তখন থেকেই অপারেশন কোমলের প্রক্রিয়া শুরু করে বিজেপি বলে অভিযোগ। আর এবার ফের গেরুয়া শিবিরের বিরুদ্ধে সেই অভিযোগের আঙুল উঠতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, গত ষকাল কর্নাটকের কংগ্রেস জেডিএস জোট সরকারের মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা কুমারস্বামী বলেন, “শুক্রবার বিরোধী দলের তরফে আমাদের এক বিধায়ককে দলবদলের জন্য প্রচুর টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এখনও অপারেশন কোমলের চেষ্টা চলছে।” আর মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যকে ঘিরেই এখন তোলপাড় কর্ণাটকের রাজনীতি।

কুমারস্বামীর এহেন অভিযোগকে সমর্থন করেছেন লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। এদিন তিনি বলেন, “লোকসভার আগে বিজেপি, আরএসএস কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে কর্নাটকের সরকার ভেঙে দিতে চাইছে। কিন্তু এভাবে দল ভাঙানোর চেষ্টা বৃথা হবে।”

একইভাবে কুমারস্বামীর পক্ষে মত পোষণ করেছেন রাজ্যের কংগ্রেসের অন্যতম নেতা সিদ্দারামাইয়া। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ইয়েদুরাপ্পা। এদিন তিনি বলেন, “এই জোট সরকারের নেতারা মিথ্যে কথা বলছে। আসলে জোটের বিধায়করা অনেকেই অসন্তুষ্ট। ওরা নিজেদের বিধায়কদের ধরে রাখতে পারছে না বলেই আমাদের বিরুদ্ধে দল ভাঙ্গানোর অভিযোগ করছে।” সব মিলিয়ে এবার কর্নাটকের রাজনীতিতে অপারেশন কোমল নিয়ে শাসক বনাম বিরোধীর তুমুল তরজা শুরু হয়ে গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!