এখন পড়ছেন
হোম > জাতীয় > লক্ষ্য নিরাপত্তা, রেকর্ড সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

লক্ষ্য নিরাপত্তা, রেকর্ড সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী বিধানসভা নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে রাজ্যে অধিক সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবার রেকর্ড সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনকালে ভোটকেন্দ্রের নিরাপত্তা, স্ট্রং রুমের নিরাপত্তা, কুইক রেসপন্স টিম সহ বিভিন্ন বিষয়ের জন্য বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে।

গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ৭২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছিল। কিন্তু, এবার এর রেকর্ড ভাঙতে চলেছে। প্রথম দফা নির্বাচনেই ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। প্রথম দফায় নির্বাচন রয়েছে ৩০ টি বুথে, যার মধ্যে অন্যতম হলো জঙ্গলমহলের বেশ খানিকটা অংশ। তবে পঞ্চম দফায় সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে। এই দফায় রাজ্যে আসবে ৯৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথম দফায় রাজ্যে নির্বাচন কমিশন ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনতে চলেছে। দ্বিতীয় দফায় আসবে ৬৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফায় আসবে ৬৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চতুর্থ দফায় রাজ্যে আসবে ৮৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পঞ্চম দফায় আসবে ৯৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যা সর্বাধিক। ষষ্ঠ দফায় আসবে ৯৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সপ্তম দফায় রাজ্যে আসবে ৭৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অষ্টম দফায় রাজ্যে আসবে ৭১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আগামী বিধানসভা নির্বাচনকে নিরাপদ, শান্তিপূর্ণ রাখার আরজি বারবার এসেছে একাধিক বিরোধী দলের পক্ষ থেকে। রাজ্যপালও অনুরূপ নির্দেশ দিয়েছেন। এ বিষয় মাথায় রেখেই বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, স্ট্রং রুমের নিরাপত্তা, কুইক রেসপন্স টিম সহ বিভিন্ন ক্ষেত্রের জন্য কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের সমস্ত বুথ থেকেই গন্ডগোলের আশঙ্কা করছে নির্বাচন কমিশন। এ কারণেই অধিক সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। এ কারণে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বেশ কিছু স্থানে সাধারন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!