এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > অক্ষরে অক্ষরে মিলে গেল পূর্বাভাস, ভয়াবহ দুর্যোগ শুরু উত্তরবঙ্গে!

অক্ষরে অক্ষরে মিলে গেল পূর্বাভাস, ভয়াবহ দুর্যোগ শুরু উত্তরবঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  যেমনটা আভাস দেখা দিয়েছিল আবহাওয়া দপ্তর, ঠিক তেমনটাই হতে দেখা গেল। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্যোগ শুরু হল গোটা উত্তরবঙ্গ জুড়ে। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। দিনাজপুর থেকে শুরু করে মালদহ, কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, আগামী শুক্র এবং শনিবার ভয়াবহ দুর্যোগ চলবে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মত করেই বৃহস্পতিবার থেকে দুর্যোগের ভয়াবহতা দেখা দিতে শুরু করেছে উত্তরবঙ্গ জুড়ে। যার ফলে প্রশাসনের অন্দরে তৈরি হয়েছে চিন্তা। পাকাপাকি ভাবে বর্ষার আগেই উত্তরবঙ্গের বুকে দুর্যোগের এই ভয়াবহতা চিন্তায় ফেলছে সাধারণ মানুষজনকে।

বস্তুত, ইতিমধ্যেই জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রতিবছর বর্ষার আগে উত্তরবঙ্গে এই ধরনের বৃষ্টিপাত চিন্তায় ফেলে দেয় সেখানকার জনসাধারণকে। একাধিক বড় বড় নদী জল ছাড়তে শুরু করায় বিভিন্ন শহরে বন্যার আশঙ্কা শুরু হয়। এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জল বাড়তে থাকায় নীচু এলাকাগুলোতে জল ঢুকতে শুরু করে। যার ফলে প্রশাসনকে আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ নিতে হয়। তাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসন তৎপরতা শুরু করে দিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার কারণে আগামী শুক্র এবং শনিবার সেই দুর্যোগ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেই মনে করা হচ্ছে। একাংশ বলছেন, আগে থেকেই যদি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা না যায়, তাহলে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। এমনিতেই কিছুদিন আগে “ইয়াস” নামক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে রাজ্য। উপকূলবর্তী এলাকাগুলিতে তার প্রভাব আছড়ে পড়েছে। যার জেরে দক্ষিণবঙ্গের অনেক এলাকা ক্ষতিগ্রস্ত। কিন্তু এর মাঝেই উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ এখন চিন্তায় রাখতে শুরু করেছে প্রশাসনকে। সব মিলিয়ে অক্ষরে অক্ষরে বৃহস্পতিবারেই মিলে গেল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!