আবার শ্রমিক নির্বাচনে বামফ্রন্টের কাছে পর্যদুস্ত শাসকদল বিশেষ খবর রাজ্য November 27, 2017 সামান্য জুটমিলের সামান্য নির্বাচন কিন্তু নির্বাচনী প্রচারে কোনো খামতি রাখেনি শাসকদল তবুও বামদের কাছে পুরোপুরি পর্যদুস্ত হতে হল। গত বৃহস্পতিবার রিষরার ওয়েলিংটন জুটমিললের সাড়ে চার হাজার কর্মীর দেওয়া প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টি বোর্ডের নির্বাচনে শাসকদল তৃণমূল প্রার্থী কার্যত উড়ে গেলেন বামফ্রন্ট প্রার্থীর কাছে। এই জয়ের পর সিপিআই এর সর্ব ভারতীয় শ্রমিক নেতা দেবাশিস দত্তের দাবী, এই রায় ওয়েলিংটনের সাধারণ শ্রমিকদের ভাবনার প্রতিফলন। বিধায়ক, সাংসদ সব শাসকদলের হওয়া এবং প্রচারে কোনো খামতি না থাকা সত্ত্বেও শাসকদলের এই হার নিয়ে গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে, যদিও শাসকদলের স্থানীয় নেতৃত্ত্বের দাবী গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হার। আপনার মতামত জানান -