এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একদিন পরেই কি কারণে ৯০ ডিগ্রি ঘুরে গেল রাজ্য সরকার? বিস্ফোরক প্রশ্ন ঘিরে সরগরম রাজ্য

একদিন পরেই কি কারণে ৯০ ডিগ্রি ঘুরে গেল রাজ্য সরকার? বিস্ফোরক প্রশ্ন ঘিরে সরগরম রাজ্য


বাংলায় করোনা সংক্রমণ এড়াতে পরিবহন ক্ষেত্রে নয়া পদ্ধতির সিদ্ধান্ত রাজ্যের। সম্প্রতি জানা গেছে করোনার কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রাজ্যে বাস চলাচলের ক্ষেত্রে নতুন নীতি গ্রহণ করতে চলেছে। সেক্ষেত্রে জানা গেছে একটি বাসে ১৫-২০ এর বেশি লোক তোলা যাবে না। আর সেই নিয়ম মেনে চলতে হলে বাস ভাড়া বাড়ানোর আর্জি জানায় বাস মালিকরা।

সূত্রের খবর অনুযায়ী এদিন রাজ্যের বাস মালিকদের সাথে বৈঠক করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বাস মালিকরা ১৫-২০ জন যাত্রীর ক্ষেত্রে বাস ভাড়ার একটি তালিকা পরিবহন মন্ত্রীকে দেয়। তাতে বলা হয়েছে কলকাতায় কিলোমিটার অনুযায়ী সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। কোনো কোনো বাস প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা ২৫-৩০ টাকা। এই তালিকা তৈরির নির্দেশ মেলে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এমনটাই নবান্ন সূত্রের খবর।

অথচ শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই তালিকা বাতিল করে দেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এমনটাই নবান্ন সূত্রের খবর। ‘৯০ ডিগ্রি ঘুরে গেল রাজ্য সরকার।’ কার্যত এমনটাই দাবি করেছেন রাজ্যের বাস মালিকরা। এদিন বৈঠকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ‘অনেকে রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে বাসের ভাড়া বৃদ্ধির অপপ্রচার চালাচ্ছেন। কিন্তু ভাড়া বৃদ্ধি সরকার অনুমোদন করছে না। ভাড়া না বাড়িয়ে রাস্তায় বেসরকারি বাস, মিনিবাস নামালে ভাল। আমরা চাই না মানুষের উপর কোনও আর্থিক বোঝা চাপুক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বেসরকারি বাস, মিনিবাস সংগঠনগুলিও মানবিক, তাই মানুষের কথা ভেবে তাঁদের রাস্তায় বাস নামাতে বলা হচ্ছে। তবে ভাড়া বাড়ানো সমর্থন না করলেও তাঁদের সমস্ত সহায়তা প্রদান করবে সরকার।’ এদিন তিনি আরও বলেন, ‘ বেসরকারি বাস না নামালে সরকারি বাস দিয়ে কনটেনমেন্ট জোন ছাড়া সব রুট কভার করা হবে। তিনদিন ধরে কলকাতায় ১৫টি রুটে বাস চলছে এক ঘণ্টা অন্তর। প্রথম দিন ৫টি করে ও পরে ৮টি করে বাস দেওয়া হয় প্রতি রুটে। সোমবার থেকে বাস চলবে আধ ঘণ্টা অন্তর। প্রতি রুটে ১৬টি করে বাস দেওয়া হবে।’

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাস ভাড়া না বাড়ানোর এমন সিদ্ধান্তে অত্যন্ত মর্মাহত হয়ে জানিয়েছেন,’এটা দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীর ঘোষণার সময় বলেছিলাম ঐতিহাসিক সিদ্ধান্ত। আমার জীবনে দেখিনি কোনও দিন মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। তার পরিপ্রেক্ষিতে পরিবহণমন্ত্রী ১৩ তারিখ বৈঠক করলেন। তিনি বললেন, ভাড়ার তালিকা তৈরি করতে। আমি ভাড়ার তালিকা দিলাম। আমি বললাম, নোটিফিকেশন দেবেন। আজ বিকেল ৫টায় জানতে পারলাম ভাড়া বাড়ানো হবে না। তাহলে আগে ভাড়ার তালিকা কেন চাইলেন?

১৫ মে অর্থাত্‍ শুক্রবার নয়া ভাড়ার তালিকা জমা দিয়েছি। ভাড়া কত হবে তা বলতে পারতেন। কোনও ভাবেই এই যাত্রী নিয়ে বাস নামানো অসম্ভব।’ সূত্রের খবর অনুযায়ী তিনি সরাসরি রাজ্যের দিকে তোপ দেগে এদিন বলেন, ‘একদিন পরে কী কারণে, কিসের পরিপ্রেক্ষিতে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেলেন? রাজ্যে ৪৫ হাজার বেসরকারি বাস চলে। বরং করোনার পরিপ্রেক্ষিতে ডিজেলের সেস সাময়িক তুলে নিতে পারত রাজ্য। কেন্দ্রীয় সরকারকে বলতে পারত ডিজেলের দাম কমাতে।’

অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ বসু তার ব্যাক্তিগত একটি হিসাব অনুযায়ী জানান, ‘এখন যে সংখ্যক যাত্রী উঠবে তাতে ১৫০০ টাকা আয় হবে। প্রতিদিন জ্বালানী, চালক ও কনডাক্টরের জন্য খরচ হবে প্রায় চার হাজার টাকা।’ অত্যন্ত চিন্তা সূচক সুর টেনে এদিন তিনি আরও বলেন, ‘এদিন পরিবহণমন্ত্রীর ঘোষণায় আমরাও বিভ্রান্তিতে পড়ে গেলাম। পুরনো ভাড়াতে ২০ জন যাত্রী উঠলে জ্বালানীর খরচও উঠবে না। কেন্দ্র বা রাজ্য সরকারকে আমাদের জ্বালানীর খরচ তুলে দিতে হবে। তাহলে রাস্তায় গাড়ি নামবে। তা নাহলে বাস নামবে না।’

প্রসঙ্গত শনিবার সাংবাদিক বৈঠকে পরিবহন মন্ত্রী রাজ্যের জনগণের সুবিধার কথা মাথায় রেখে পরিবহন ক্ষেত্রে বেশ কয়েকটি পরিসেবা চালু করার ঘোষণা করেন বলে নবান্ন সূত্রে খবর। জানা গেছে এদিন তিনি বলেন আপাতত গোটা রাজ্যে ওলা ১০০ টি ও উবের ১০০ টি চলেছে। কিন্তু আগামী সপ্তাহ থেকে এই সংখ্যা বেড়ে হবে ১০০০ টি। এছাড়াও জলপথ ও ট্রাম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ট্যাক্সি মালিকরা পরিবহন দফতরের সাথে বৈঠক করে মিটারের মাধ্যমেই ট্যাক্সি চালাবেন বলে জানিয়েছেন এমনটাই সূত্রের খবর। এছাড়াও বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত এদিন পরিবহন মন্ত্রী জানান যদি কেউ বাস ভাড়া বাড়ানোর বিষয় নিয়ে অপপ্রচার চালায় তবে তার বিরুদ্ধে রাজ্য কড়া ব্যবস্থা নেবে, এমনটাই জানা গেছে সূত্র মারফত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!