এখন পড়ছেন
হোম > জাতীয় >   লকডাউন ক্রমশ শিথিল! পরিসংখ্যান বলছে দেশ এগোচ্ছে গোষ্ঠী সংক্রমনের দিকে! বাড়ছে আতঙ্ক!

  লকডাউন ক্রমশ শিথিল! পরিসংখ্যান বলছে দেশ এগোচ্ছে গোষ্ঠী সংক্রমনের দিকে! বাড়ছে আতঙ্ক!


চার দফায় লকডাউন অত্যন্ত কড়াকড়ির মধ্যে দিয়ে হয়েছে। কিন্তু পঞ্চম দফা আসতে না আসতেই সেই লকডাউন শিথিল করে দেওয়া হয়েছে। যেখানে দেশের বিভিন্ন ক্ষেত্র খুলে দেওয়ার কথা বলা হয়েছে। আর কনটেইনমেন্ট জোন বাদে হোটেল, শপিং মল থেকে শুরু করে রেস্তোরাঁ, সমস্ত কিছু খুলে দেওয়ায় এখন সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। তবে পঞ্চম দফার লকডাউনে এই অতিমাত্রায় শিথিলতা এখন ভারতে করোনা পরিস্থিতিকে বেগতিক করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, গত 24 ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও 10 হাজার মানুষ। যার ফলে মোট সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2 লক্ষ 56 হাজার 611 জনে। আর এমত পরিস্থিতিতে শপিং মল থেকে শুরু করে রেস্তোরা, ধর্মীয় স্থান অনেকটাই সচল করে দেওয়ায় অর্থনীতিতে গতি আসলেও, করোনা পরিস্থিতি বাড়বে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

কেননা এই সমস্ত ক্ষেত্র দীর্ঘদিন পর খুলে দেওয়ায় সেখানে যেমন সামাজিক দূরত্ব লঙ্ঘন করে অনেক মানুষের ভিড় হবে, ঠিক তেমনই সংক্রমণ বৃদ্ধি পাবে। আর একবার যদি গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে যায়, তাহলে সেটাকে আটকানোর মত ক্ষমতা থাকবে না বলেই দাবি একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই দিল্লিতে করোনা ভাইরাসে এই গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে কিনা, তা বোঝার জন্য বিশেষজ্ঞদের একটি দল পথে নামছে বলে জানিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। এদিকে ধর্মীয় স্থান খুলে দেওয়ার সাথে সাথেই এদিন বিজেপি নেতা মনোজ তিওয়ারিকে হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা যায়। তবে নয়ডা এবং গুরুগ্রামের বেশকিছু দোকান এদিন খুলতে দেখা যায়নি।

অর্থাৎ কিছু মানুষ ভালই আঁচ করতে পারছেন যে, এখনই যদি সমস্ত দিক সচল হয়, সামাজিক দূরত্ব লংঘন হবে। আর তাহলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। তাই অনেকেই নিজেদের জীবনকে গুরুত্বপূর্ণ ভেবে রুজিরুটিকে একটু দূরে রাখছেন। তবে সরকারের পক্ষ থেকে দোকান খুলে দেওয়ার ব্যাপারে সবুজসংকেত জানানোয় অনেক মানুষ নিজেদের রুজিরুটির জন্য জীবিকার দরজা খুলে দিতে শুরু করেছে।

যার ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পক্ষ থেকে আগামী দিনে ভারতবর্ষে করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আগামী দিনে ভারত করোনা ভাইরাসকে কতটা মোকাবিলা করতে পারে, তার দিকেই নজর থাকবে বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!