এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বকেয়া 150 কোটি-লোকসভার আগেই কি তৃণমূল বনাম গ্রেটারের তীব্র লড়াই? বাড়ছে জল্পনা

বকেয়া 150 কোটি-লোকসভার আগেই কি তৃণমূল বনাম গ্রেটারের তীব্র লড়াই? বাড়ছে জল্পনা

দীর্ঘদিন ধরেই কোচবিহার জেলাকে পৃথক রাজ্যে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে নিয়ে আন্দোলন করছেন গ্রেটার নেতৃত্ব। এমনকি এই আন্দোলনই তীব্রতা এতটাই প্রকট যে, গোটা কোচবিহার জেলা জুড়ে এখন গ্রেটার নেতৃত্তের পক্ষ থেকে বিদ্যুতের বিল বয়কট করার আবেদন জানানো হয়েছে। কিন্তু এবার সেই গ্রেটার নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেটার নেতা বংশী বদন বর্মনের নেতৃত্বে এই কোচবিহার জেলা জুড়ে বিদ্যুতের বিল বয়কট আন্দোলনের জেরে এখনো দেড়শ কোটি টাকা বকেয়া রয়েছে। এদিন এ প্রসঙ্গে নাম না করে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কিছু লোক এবং সংগঠন মিথ্যা প্রতিশ্রুতি ও প্ররোচনামূলক কথাবার্তা বলে বিদ্যুতের বিল দিতে হবে না বলে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা বলি, এভাবে বিদ্যুতের বিল না দিলে লাইন কাটা যাবে। তাই যাদের বিল বকেয়া আছে তারা নিজেদের বিল শোধ করুন।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি এই বিল পরিশোধ না করলে ভবিষ্যতে জেল এবং জরিমানাও হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অন্যদিকে সরকারি পদে থাকা গ্রেটার নেতা বংশী বদন বর্মন কিভাবে এই বিদ্যুতের বিল বয়কট আন্দোলন চালাতে পারেন তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে মন্ত্রীর এহেন হুঁশিয়ারি সত্ত্বেও এখনই এই আন্দোলন থেকে সরে আসছে না গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এদিন এ প্রসঙ্গে সংগঠনের আহ্বায়ক তথা রাজবংশী উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান গিরিজাশংকর রায় বলেন, “কোচবিহার জেলা না রাজ্য সেটা আগে নিশ্চিত করা হোক। তার পরেই আমরা বিদ্যুতের বিল দিয়ে দেব।” সব মিলিয়ে এবার বকেয়া বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে সরগরম কোচবিহারের রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!