এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভার আগে ক্যাডার তৈরি করতেই “অগ্নিপথ”! বিস্ফোরক মমতা!

লোকসভার আগে ক্যাডার তৈরি করতেই “অগ্নিপথ”! বিস্ফোরক মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- “অগ্নিপথ” প্রকল্প নিয়ে বর্তমানে ব্যাপক চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বিধানসভায় দাঁড়িয়ে এই প্রকল্প 2024 এর আগে ক্যাডার তৈরি করার চেষ্টা বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন রাজ্য বিধানসভার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই অগ্নিপথ নিয়ে বক্তব্য রাখেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “চার বছরের চাকরি চলে গেলে কি হবে! কেউ জানে না। অথচ সবাই বন্দুক চালানোর লাইসেন্স পেয়ে গেল। সারা দেশে এই ভাবে আগুন নিয়ে খেলা হচ্ছে। “অগ্নিপথ” প্রকল্পে চার বছরের যে চাকরি, সেটা সেনার চাকরি নয়। এটা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। চার বছরের চাকরির নামে 2024 এর আগে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি।”

স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত “অগ্নিপথ” নিয়ে যে বিক্ষোভ শুরু হয়েছে, তাতে ঘৃতাহুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!