এখন পড়ছেন
হোম > রাজ্য > ছাত্রনেতা আনিসের মৃত্যু তদন্তে সিট-এর উপরেই আস্থা ! রায় কলকাতা হাইকোর্টে !

ছাত্রনেতা আনিসের মৃত্যু তদন্তে সিট-এর উপরেই আস্থা ! রায় কলকাতা হাইকোর্টে !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- চলতি বছরে ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি, যেখানে দেখা গিয়েছিল পরিবারের তরফ থেকে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল আনিস খানের পরিবার তবে পরিবারের তরফ থেকে বারবার রাজ্যের তদন্তের উপরে ভরসা না রেখে সিবিআই তদন্তের জন্য সরব হয়েছিল কারণ তারা রাজ্যের দ্বারা গঠিত সিটের উপর ভরসা করতে নারাজ যার জন্যই আদালতে সিবিআই তদন্তের জন্য দ্বারস্থ হয়েছিলেন আনিস খানের পরিবার।

আর এই পরিস্থিতিতে আজ কলকাতা হাইকোর্ট এই মামলায় শুনানিতে আজ কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের দ্বারা গঠিত তদন্তকারী সংস্থা সিটের ওপরে আস্থা রাখল , যেখানে খানের পরিবারের দাবি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । সংবাদসূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি মন্থা তিনি জানিয়েছেন সিট যেমন তদন্ত করে ছিল তেমনই তদন্ত করবে তবে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট পেশ করতে হবে সিট কে ।

এছাড়া আদালতের তরফ থেকে আরও স্পষ্ট করে জানানো হয়েছে সিবিআই এর কাছে তদন্তভার হস্তান্তরিত করার কোন প্রয়োজন নেই সিট যেমন তদন্ত করছে সেটাই যথেষ্ট। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে সিট তদন্তের ওপর এখনও পর্যন্ত ভরসা না রেখে আনিসের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড় ।ফলে আগামী দিনে হয়তো  আনিসের পরিবার ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারে বলে মনে করছেন একাংশ। সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!