এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে, নিজেদের বিরুদ্ধে নয়! অনুগত সৈনিকের মতই সুর বেঁধে দিলেন শুভেন্দু!

লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে, নিজেদের বিরুদ্ধে নয়! অনুগত সৈনিকের মতই সুর বেঁধে দিলেন শুভেন্দু!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমার পর থেকেই অনেকে শুভেন্দু অধিকারীকে দোষারোপ করেছেন। অনেক মাছ ধরা নেতারা ঘুরিয়ে শুভেন্দু অধিকারীকে বদনাম করার চেষ্টা করেছেন। কিন্তু শুভেন্দুবাবু দল অন্তপ্রাণ সৈনিকের মতই সেই সমস্ত কিছুর ব্যাপারে দলের বিরুদ্ধে বাইরে কথা না বলে শৃঙ্খলাবদ্ধ সৈনিকের কাজ করে গিয়েছেন। রাজ্যে যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত, সেখানে গিয়ে কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন। আর এবার লড়াইটা যে তৃণমূলের বিরুদ্ধে, নিজেদের সঙ্গে নিজেদের যে কোনো লড়াই নেই, তা আরও একবার সকলকে স্মরণ করিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন খানাকুলে যান শুভেন্দু অধিকারী‌। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “লড়াইটা আমাদের তৃণমূলের সঙ্গে। নিজেদের সঙ্গে নিজেদের কোনো লড়াই নেই।” একাংশ বলছেন, একেই বলে সঠিক রাজনৈতিক নেতা। সামান্য আসন সংখ্যা কমেছে বলেই যে ঘুরে দাঁড়ানো যাবে না, তা তো নয়। সামনেই ২৬ এর নির্বাচন। তাই সেই ২৬ এর জন্য প্রস্তুতি নিতে গেলে এখন তো দলের কর্মীদের মনোবলকে চাঙ্গা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। তাই সেই কাজ করে বিজেপির মধ্যে যারা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, যারা বিজেপির এক নেতার সঙ্গে অপর নেতার ঝগড়া লাগানোর চেষ্টা করছেন, তাকে কার্যত বন্ধ করে দিয়ে লড়াই যে একমাত্র তৃণমূলের বিরুদ্ধে এবং সেই লক্ষ্যেই যে বিজেপি এগিয়ে যাচ্ছে, তা অনুগত শৃঙ্খলা পরায়ন সৈনিকের মতই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!