এখন পড়ছেন
হোম > জাতীয় > সাংসদ পদ নিয়ে অর্জুনের অভিযোগ মিথ্যে ,বড় তথ্য সামনে আনলেন এই হেভিওয়েট !

সাংসদ পদ নিয়ে অর্জুনের অভিযোগ মিথ্যে ,বড় তথ্য সামনে আনলেন এই হেভিওয়েট !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। কিন্তু সাংসদ হয়েও কেন তিনি ইস্তফা দিলেন না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের টিকিটে দুই জন ব্যক্তি বিজেপিতে আছেন, তারা আগেই ইস্তফা দিন। তার পরেই তিনি ইস্তফা দেবেন বলে জানিয়ে দিয়েছেন অর্জুন সিংহ।

স্বভাবতই তিনি যে নাম না করে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর কথাই বলছেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে অর্জুন সিংহের এই বক্তব্যকে কার্যত ভিত্তিহীন বলে দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন অর্জুন সিংহের এই বক্তব্য নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে কেউ বিজেপি অফিসে এসে পতাকা হাতে তুলে নিতে দেখেছেন! সেই সময় তো আমি বিজেপির রাজ্য সভাপতি ছিলাম। ওনাদের পরিবারের কোনো সদস্য বিজেপিতে যোগ দেওয়া মানেই ওনারা বিজেপিতে এসেছেন, তার তো কোনো মানে নেই। আমি তো শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারীর হাতে বিজেপির পতাকা তুলে দিইনি। যারা বিজেপিতে যোগই দিলেন না, তাদের নিয়ে কেন এমন প্রশ্ন উঠবে!”

বিশেষজ্ঞদের মতে, একথা বলে পাল্টা অর্জুন সিংহকে চাপের মুখে ফেলে দিলেন দিলীপ ঘোষ। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বিজেপির পতাকা হাতে দলে যুক্ত হননি শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। কিন্তু তা সত্ত্বেও তাদের তুলনা টেনে ধরে অর্জুন সিংহ কার্যত ভিত্তিহীন কথা বলছেন বলেই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!