ভোটার না বাঁচালেও কপাল বাঁচাবে বিজেপিকে! জাতীয় বিশেষ খবর December 1, 2017 এখন সত্যিকারের ‘পৌষমাস’ যাচ্ছে বিজেপির বলে একটি রসিকতা চালু আছে সাংবাদিক মহলে আর আজকের পর তো এক রসিক বন্ধু বলেই দিলেন হেডলাইনের কথাটা। আর এর বলার কারণ হল মথুরা। এমনিতেই পুরনির্বাচনে গোটা উত্তরপ্রদেশ জুড়ে বইছে গেরুয়া ঝড়। কিন্তু তার মাঝেও যেখানে কাঁটা সেখানে হাজির বিজেপির বিখ্যাত ‘কপাল’! উত্তরপ্রদেশ পুরভোটে এবার এক বিরল ঘটনার সাক্ষী থাকল কৃষ্ণের শহর মথুরা। যদিও বিজেপি ইতিমধ্যেই জয় পেয়েছে মথুরা পুরনিগমে কিন্তু সেখানে মেয়র পদের জন্য ভোটে, গণনা শেষে দেখা যায় বিজেপি ও কংগ্রেস প্রার্থী ৮৭৪টি করে ভোট পেয়েছেন। ফলে, সেখানে লাকি ড্রয়ের মাধ্যমে হার-জিত নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাতে জয়ী হন বিজেপি প্রার্থী মীরা আগরওয়াল। তাই হারতে হারতেও বিজেপি যেভাবে ছিনিয়ে নিল মথুরার মেয়র পদ তাতে ‘কপালের’ গুনই দেখছেন রসিকজন। আপনার মতামত জানান -