আরো আধুনিক হল মদন মিত্রের কামারহাটি – জেনে নিন বিস্তারিত রাজ্য August 22, 2018 বেশ কয়েকদিন যাবত বিচ্ছিন্ন হিংসাত্মক ঘটনায় উত্তপ্ত থাকার পরে অবশেষে সুখবর এলো উত্তর ২৪ পরগনার কামারহাটি পুর এলাকায়। ঐ এলাকা এবার ফ্রি ওয়াইফাই জোনের অন্তর্ভুক্ত হল। মঙ্গলবার রাজ্যের পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সংশ্লিষ্ট এলাকার ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করলেন। প্রসঙ্গত কামারহাটি রাজ্যের অন্যতম প্রাচীন জনপদ। এখানেই রয়েছে ধর্মীয় স্থান দক্ষিনেশ্বর, আদ্যাপীঠ। এছাড়া রয়েছে কামারহাটি পুরসভা, ভৈরব গাঙ্গুলী কলেজ, বেলঘরিয়া থানা, সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন অগণিত মানুষজন এই অঞ্চলে নানা প্রয়োজনে যাতায়াত করে। কামারহাটি পুরসভা অঞ্চলে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াইফাই জোন কার্যকর হওয়ার ফলে বহু মানুহশ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে এদিন কামারহাটি পুরসভা সংলগ্ন বিটি রোডের পাশে অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী সবুজ পতাকা নেড়ে কামারহাটি শহরে বিনামূল্যে ওয়াইফাইপরিষেবার সূচনা করলেন। এরপরে সভামঞ্চ থেকে রাজ্য মন্ত্রী তাঁর ভাষণে বললেন, ”কামারহাটি রাজ্যের আধুনিকতম শহর হিসেবে স্বীকৃতি পেল। এই শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন অঞ্চলে মানুষ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাবেন। গোটা পৃথিবীর সঙ্গে কামারহাটি শহরের যোগাযোগ স্থাপিত হল।” এদিন কামারহাটি পুরসভার তরফ থেকে পুরপ্রধান গোপাল সাহা কেরালায় বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের জন্যে একলক্ষ টাকার চেক তুলে দিলেন। আপনার মতামত জানান -