এখন পড়ছেন
হোম > রাজ্য > BIG BREAKING – মাধ্যমিকের ফল ঘোষণার দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেনে নিন

BIG BREAKING – মাধ্যমিকের ফল ঘোষণার দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাস পৃথিবীর ছুটন্ত ঘড়ির কাঁটাগুলিকে যেন এক ধাক্কায় থামিয়ে দিয়েছে। সময় কতটা স্লথ হয়ে গেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে আমাদের রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় বসা ছাত্র-ছাত্রীরা। মাধ্যমিকের পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এখনও তাদের রেজাল্ট বের করা সম্ভব হয় নি। সাধারণত মে মাসে মাধ্যমিকের রেজাল্ট বের হয়। কিন্তু এবারে তা স্বাভাবিকভাবেই সম্ভব হলো না। ছাত্র-ছাত্রীরা এই নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন। কবে রেজাল্ট বেড়াবে, কবে তাদের পরবর্তী সেশন শুরু হবে — সব কিছু নিয়েই ধোঁয়াশা চরমে।

আজ অর্থাৎ মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আগামীকাল অর্থাৎ বুধবার মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে । এদিন তিনি ঘোষণা করেন, যে আগামীকাল মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে। সাথেই পড়ুয়াদের আগাম শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত আগামী ১৭ তারিখ সম্ভবত উচ্চ মাধ্যমিকের ফল করা হতে পারে যদিও এই নিয়ে জানা যায়নি।এদিকে মাধ্যমিকের ফল নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, কাল সকাল ১০টায় ফলপ্রকাশ করা হবে। পড়ুয়াদের হাতে কোনো মার্কশিট দেওয়া হবে না। সেই ক্ষেত্রে নিজেদের প্রাপ্ত নম্বর জানতে ওয়েবসাইট বা এমএমএস-র ওপর নির্ভর করতে হবে।

স্কুল স্যানিটাইজ হয়ে গেলে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের অভিভাবকদের স্কুলে ডেকে মার্কশীট দেওয়া হবে মার্কশিট পাবেন অভিভাবকরা। করোনা পরিস্থিতিতে সোশ্যাল ডিস্টান্সিং ও যাবতীয় বিধি নিষেদের কারণেই এই নিয়ম জারি করেছে পর্ষদ। আর নিয়ম মেনেই মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হবে।

এই রাজ্যে ১০ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছে। তার পর করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিনের বাঁধা পেড়িয়ে সরকার এবার সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে চলেছে অবশেষে। আশা করা যায়, সব বাঁধা পেড়িয়ে আবার সব কিছু পুরোনো ছন্দে ফিরে আসবে। মাধ্যমিকের ফলাফল বেড়ানোর মধ্যে দিয়ে দিয়েই তার সূচনা হোক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!