এখন পড়ছেন
হোম > রাজ্য > অতিথি দেব ভব! অথচ ভারতে এসে এই ৩ ‘আপত্তিকর’ কাজ করেই থাকেন বিদেশী পর্যটকরা! জানুন বিস্তারিত

অতিথি দেব ভব! অথচ ভারতে এসে এই ৩ ‘আপত্তিকর’ কাজ করেই থাকেন বিদেশী পর্যটকরা! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টকবিগুরু তার কবিতায় বলেছেন, ” বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি/ দিকে দিকে কতো না নগর রাজধানী… ”

সত্যিই তো! ভ্রমণ মানুষকে এই বিশাল পৃথিবীর এতো ভিন্ন ভিন্ন সংস্কৃতি, জাতি, বর্ণ, খাদ্যাভ্যাস, জীবন যাত্রার সাথে পরিচয় করায়। একে অন্যের সংস্কৃতিকে সম্মান করতে শেখায়, অন্যের ভাল গুণ নিজের মধ্যে আত্মস্থ করতে উৎসাহিত করে। আমরা যেমন কালাপানির বাঁধা পেড়িয়ে সারা বিশ্বকে পরিক্রমা করতে বেড়িয়ে পড়ি, তেমনই হাজার হাজার বিদেশিও আমাদের ভারত ভ্রমনে আসে।

ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্টদের আনাগোনা তো লেগেই আছে। বেশিরভাগ বিদেশিরাই আমাদের দেশের সংস্কৃতিতে মুগ্ধ হয়েছেন, কেউ মেতেছেন প্রাকৃতিক সৌন্দর্যে, আবার কেউ বিভোর হয়ে দেখেছেন অজন্তা-ইলোরার গুহাচিত্র, খাজুরাহো মন্দির! আমাদের দারিদ্র্য, মানুষের ভিড়, নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও তাদের স্পর্শ করে আমাদের প্রাচীন সাংস্কৃতিক আদর্শ — ” অতিথি দেবঃ ভবঃ।”

অর্থাৎ, অতিথি আমাদের কাছে দেবতা স্বরূপ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, আমরা কী জানি আমাদের এই অতিথি বৎসলতার সুযোগ নিয়ে অনেক বিদেশি এমন কিছু কাজ করেন এদেশে বেড়াতে এসে যা যথেষ্ট আপত্তিকর। আসুন তবে জেনে নিই এমন তিনটি আপত্তিকর কাজ যা বিদেশিরা আমাদের দেশে বেড়াতে এসে অনায়াসে করে থাকেন।

১. অনুমতি না নিয়ে ফটো তোলা ঃ

আমরা জানি, কারোর ছবি যদি আমরা তুলতে চাই তবে সেই ব্যাক্তির অনুমতি নেওয়া শিষ্টাচারের মধ্যে পড়ে। কিন্তু, অনেক সময় আমরা দেখি, ইউরোপ বা আমেরিকা থেকে আসা বিদেশিরা না জানিয়েই কোনো গরীব মানুষ, বা কোনো উপজাতির ছবি তোলে। এমনকি, অনেক সময় বিনা অনুমতিতে বস্তির ছবি তোলে। এটা হয়তো আমাদের দেশের “স্লামডগ ইমেজ ” প্রচার করে পয়সা রোজগার করতে তাদের সাহায্য করবে, কিন্তু এটাও তো মাথায় রাখা জরুরি যে তাদের কাছে যেটা বস্তি, সেই গরীব মানুষগুলোর কাছে সেটাই বাসস্থান। এমনকি এটাও তাদের জানা দরকার, আমাদের অনেক জায়গায় সাধারণ মানের বাড়ি বানানোর খরচ তাদের দেশের কোনো বড় বিলাসবহুল বাড়ি নির্মাণের খরচের থেকেও অনেক বেশি। প্রতি মানুষের নিজস্ব সম্মান আছে, যা তাকে দেওয়াটাই সভ্যতা।

২. জনসমক্ষে চুম্বন করা ঃ

যদিও ব্যাপারটি বিতর্কিত, কিন্তু এটুকু বলা যায়, আমাদের দেশীয় সংস্কৃতিতে জনসমক্ষে বা ‘ ‘পাব্লিক প্লেস’-এ আমরা শারীরিক ঘনিষ্ঠতা প্রদর্শন এড়িয়ে চলা হয়। এটিকে আমরা অত্যন্ত প্রাইভেট বলে মনে করি।
কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, আমাদের এই সংস্কৃতিকে তোয়াক্কা না করেই তারা যথেচ্ছ ভাবে রাস্তা ঘাটে বা জন সমক্ষে চুম্বনে লিপ্ত হয়। কয়েক বছর আগে দিল্লির অক্ষয়ধাম মন্দিরে এক জোড়া বিদেশি যুবক-যুবতীর চুম্বনে লিপ্ত হওয়াকে কেন্দ্র করে বেশ বিতর্কের ঝড় উঠেছিল। আমরা জানি, আমাদের দেশে বিশেষ ভাবে বিদেশিদের জন্য কিছু ন্যুড বীচও আছে। সেখানে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ।

৩. নারকোটিক ক্রাইম ঃ

নিশ্চই এটি সব বিদেশীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, এরকম কিছু বিদেশিরা আছেন যারা এখানে ড্রাগ চক্রের সাথে জড়িত, এমনকি গোপনে অশুভ অভিপ্রায় নিয়ে অপরাধ মূলক কাজে লিপ্ত থাকছেন। আমাদের দেশের সরকারকে এব্যাপারে বিশেষ ভাবে সতর্কতা অবলম্বন করতে হবে।

তবে নিশ্চই এরকম কাজ সব বিদেশিরা করেন না। ভাল মন্দ সব দেশের মানুষের মধ্যেই আছে। যেমন, আমরা যত্র তত্র থুতু ফেলি, কিন্তু তাদের কাছে এটি একটি ঘৃণ্য অভ্যাস। আর আমাদের দেশের আইন কঠিন হলে তাদের পক্ষেও ওই তিনটি কাজ করা সম্ভব নয়। তবে, সব দেশেরই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা যখন কোথাও ভ্রমনে যাবো তখন নিশ্চই এটি মাথায় রাখা উচিৎ যাতে আমার দ্বারা সেই সংস্কৃতিতে আঘাত না লাগে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!