এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন খোদ মমতা, কড়া জবাব দিতে আজ আবার নামছেন ময়দানে

শুভেন্দুকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন খোদ মমতা, কড়া জবাব দিতে আজ আবার নামছেন ময়দানে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে নাম লিখিয়ে একের পর এক সভা থেকে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। কখনও কখনও নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি। যার ফলে রাজ্য রাজনীতিতে পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে। কিছুদিন আগেই সেই শুভেন্দু অধিকারীকে জবাব দিয়ে তার খাসতালুক নন্দীগ্রামে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এবার সেই শুভেন্দু অধিকারী সভা করার পর তার পাল্টা হুগলিতে পা রাখতে চলেছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ হুগলির আরামবাগের কাছে পরশুড়খর সেকেন্দারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ময়দানে একটি সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। আর তাঁর এই সভাকে কেন্দ্র করে এখন রীতিমত উচ্ছ্বাস তৈরি হয়েছে শাসকদলের অন্দরমহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক নেতা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেছেন। যার ফলে আশঙ্কা ক্রমশ বাড়ছে। তাই এই পরিস্থিতিতে সেই হুগলিতে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় আজ গোষ্ঠীদ্বন্দ্বকে আটকানোর জন্য কড়া বার্তা দিতে পারেন। শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনে এই হুগলি লোকসভা আসনে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি।

সেদিক থেকে আগামী বিধানসভা নির্বাচন যে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখন থেকেই তৃণমূলের জমি তৈরি করে নিতে ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন বিশ্লেষকরা। পর্যবেক্ষকদের দাবি, কিছুদিন আগেই হুগলি জেলায় এসে সভা করে কর্মী সমর্থকদের কাছ থেকে কথা নিয়েছেন শুভেন্দু অধিকারী। হুগলি জেলার প্রত্যেকটি আসন বিজেপির হাতে তুলে দিতে হবে বলে আত্মপ্রত্যয় মনোভাব পোষণ করতে দেখা গেছে তাকে। আর শুভেন্দু অধিকারীর সেই কথায় সায় দিয়েছেন বিজেপি নেতা কর্মীরা।

স্বাভাবিকভাবেই একদিকে দলের বিদ্রোহ এবং অন্যদিকে বিজেপির বাড়বাড়ন্তের এখন যথেষ্ট চাপে রয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাই এই পরিস্থিতিতে হুগলির পুড়শুড়ায় সভা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বার্তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি ব্যাপারে মন্তব্য করেন, বিজেপির বিরুদ্ধে তার রাজনৈতিক বিরোধীদের সুর কতটা চওড়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!