এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা বাংলা ভাগ করতে চাইছে? বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের

মমতা বাংলা ভাগ করতে চাইছে? বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টরাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কনভয়ের উপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে। আলিপুরদুয়ারের জয়গাঁয় এদিন মিছিল করে বিজেপি। আর এই মিছিলে দিলীপ ঘোষের কনভয় ছিল মুখ্যভাগে। মিছিল চলাকালীন দিলীপ ঘোষের কনভয়ের উপর ইঁট বৃষ্টি হয়, গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে আলিপুরদুয়ার। রাজ্য বিজেপি দলের সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার তীব্র নিন্দা করল রাজ্য বিজেপি। এর প্রতিবাদে বৃহস্পতিবার তাঁরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

যথারীতি এই ঘটনার দায় তৃণমূলসহ জনমুক্তি মোর্চার ওপরেই চাপিয়েছে বিজেপি। এদিন রাজ্য বিজেপি নেতা সৌমিত্র খাঁ স্পষ্ট করে দেন এই ঘটনার দায় তৃণমূল নেত্রীর বলে। বিজেপি যুব নেতা সৌমিত্র খাঁ এদিন বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফেরার নেতা বিমল গুরুং আত্মপ্রকাশ করার পর একযোগে এই হামলা চালিয়েছে। এদিন বিজেপির সদর দপ্তর থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত এগোয়। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, আপাতত আজকে প্রতীকি মিছিল করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ সামনেই উৎসবের মরসুম। তবে উৎসব মিটে যাবার পর বড়োসড়ো আন্দোলনে নামতে চলেছে যে গেরুয়া শিবির, সে ব্যাপারে নিশ্চিত করেছেন আজকের আন্দোলনকারীরা। অন্যদিকে এই আন্দোলন ঘিরে যাতে কোনরকম উত্তেজনা না ছড়ায়, তার জন্য মিছিল ঘিরে ছিল ব্যাপক পুলিশি প্রহরা। অন্যদিকে আজকের মিছিলের কারণে সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। অন্যদিকে রাজ্য বিজেপির যুব নেতা সৌমিত্র খাঁ এদিন দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাগ করতে চাইছেন আর তার জন্যই তিনি দুষ্কৃতীদের সাহায্য নিচ্ছেন।

এরপর সৌমিত্র খাঁ তীব্র কটাক্ষ করেন রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। অন্যদিকে যে উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনের পর বিজেপি গোড়াপত্তন করেছিল, সেই উত্তরবঙ্গে যেভাবে রাজ্য বিজেপি সভাপতির ওপর এই বৃষ্টি হল, কালো পতাকা দেখানো হলো, গো ব্যাক স্লোগান তোলা হলো তা কিন্তু গেরুয়া শিবিরকে ইতিমধ্যেই তীব্র অস্বস্তির মুখে দাঁড় করিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা নিয়ে তৃণমূল বনাম বিজেপির মধ্যে চাপানউতোর যে আরও বাড়বে, তা নিয়ে কোন সন্দেহ নেই। উপরন্তু সৌমিত্র খাঁ বাংলা ভাগের ষড়যন্ত্রকারী হিসাবে যেভাবে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই ঘটনার রেশ অনেকদূর গড়াবে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!