এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর মুখে “আমাদের নেত্রী” ফের জল্পনা উস্কে দিলেন পরিবহন মন্ত্রী !

শুভেন্দুর মুখে “আমাদের নেত্রী” ফের জল্পনা উস্কে দিলেন পরিবহন মন্ত্রী !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কিছুদিন ধরেই বাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল শিবিরের রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে জল্পনা চলছিল। শুভেন্দু অধিকারী কোন দিকে যেতে চলেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে চলছিল জোরদার আলোচনা। সম্প্রতি নন্দীগ্রাম দিবসে যেভাবে শুভেন্দু অধিকারী বনাম রাজ্যের তৃণমূল মন্ত্রীদের বিরোধ প্রকাশ্যে এসে পড়েছিল তা নিয়ে শুভেন্দু সাথে তৃণমূলের বিরোধিতা পাকাপোক্ত রূপ নিয়েছে বলেই ধরে নিয়েছিল অনেকেই।

কিন্তু হঠাৎ করেই কি এমন হলো, যাতে পরিবহণ মন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর গলায় আবার পুরনো সুর ফিরে এলো! একুশের বিধানসভা নির্বাচনের আগে যেখানে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একের পর এক জল্পনা গড়ে উঠতে শুরু হয়েছিল, ঠিক সেসময় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সম্মেলনে যোগ দিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানেই তাঁর মুখে শোনা গেল তাঁর দল, তাঁর নেত্রীর কথা। এদিন শুভেন্দু অধিকারী স্মৃতিচারণায় তুলে এনেছেন 2011 সালে বাংলায় তৃণমূলের ক্ষমতায় আসার লড়াইয়ের কথা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই কথা বলতে গিয়েই প্রসঙ্গান্তরে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও বলেন। যেভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেসময় লড়াই চালিয়েছেন সে প্রসঙ্গ তুলে ধরেন এদিন জনসমক্ষে শুভেন্দু অধিকারী। এমনকি মেদিনীপুরের লক্ষণপুরে যেভাবে বামেরা তৃণমূলের উপর অত্যাচার চালিয়েছিল সে কথাও স্মৃতিচারণ করেন তিনি। তাঁর ওপর কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই দায়িত্ব তিনি কিভাবে পালন করেছিলেন সে কথাও বলেন। সবমিলিয়ে আজকের জনসভা ঘিরে ইতিমধ্যেই জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী বা তৃণমূল শিবিরের মধ্যে কি কারণে দূরত্ব এসেছিল তা যেমন স্পষ্ট নয়, হঠাৎ করে দূরত্ব মিটে গেছে তা ধরে নেওয়ারও কোন মানে হয়না। তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর মতন একজন একনিষ্ঠ তৃণমূল কর্মীর সঙ্গে যদি দলের দূরত্ব মিটে যায় তাহলে আক্ষরিক অর্থে তৃণমূলের জন্য ভালো হবে। তবে শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আমাদের নেত্রী’ বলে উল্লেখ করলেন দীর্ঘদিন পর, তাতে মনে হচ্ছে এবার হয়তো শাসক দলের পুরনো বিবাদ মিটতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!