এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা আবহে সঠিক সময়েই নির্বাচন করতে মরিয়া কমিশন! আগামী সপ্তাহেই বড়সড় পদক্ষেপ? জেনে নিন

করোনা আবহে সঠিক সময়েই নির্বাচন করতে মরিয়া কমিশন! আগামী সপ্তাহেই বড়সড় পদক্ষেপ? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। কিন্তু রাজ্যের করোনা পরিস্থিতিতে এই নির্বাচন আদৌ সময় মতো হতে পারবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মনেই। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচন সঠিক সময়ে করতে বিশেষ প্রস্তুতি নিল নির্বাচন কমিশন। আগামী বিধানসভা নির্বাচন বিষয়ে আগামী সপ্তাহেই বিভিন্ন রাজনৈতিক দল ও জেলা জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন।

করোনা সংক্রমণের কারণে, এই নির্বাচনে বুথ পিছু ভোটার সংখ্যা কমানো হবে। কোন বুথেই ১৫০০ এর বেশি ভোটার থাকবেন না। যদিও পূর্বে একটি বুথে সর্বোচ্চ ২০০০ ভোটার থাকতেন। আগামী ২০২১ এর এপ্রিল মাসেই ভোট হবার সম্ভাবনা রয়েছে। আবার এরমধ্যেই শুরু হচ্ছে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ।

আগামী বছরের এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা ভোট করার সম্ভাবনা থাকলেও, এই সময়ের মধ্যে করোনা নিয়ন্ত্রণে আসবে কিনা, তা নিয়ে সংশয় আছে অনেকেরই। তাই, সংক্রমনের মধ্যেও কিভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা যায় সেদিকে চিন্তাভাবনা করছে কমিশন। এক্ষেত্রে, বুথে জনসমাগম নিয়ন্ত্রণ করতে বুথ ভিত্তিক ভোটার সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তাই অক্সিলিয়ারি বা অস্থায়ী সহায়ক বুথের সংখ্যা বাড়ানো হতে পারে। সবকিছুর রূপরেখা নির্মাণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চলেছে নির্বাচন কমিশন। আগামী ৯ ই নভেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সর্বদলীয় বৈঠক ডেকেছেন। আগামী ১০ ই নভেম্বর জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তিনি।

করোনা সংক্রমনের মধ্যে প্রথম ভোট অনুষ্ঠিত হচ্ছে বিহারে। বিহারে একেকটি বুথে ভোটার সংখ্যা সর্বোচ্চ ১০০০ করা হয়েছে। এরপর দেশের ৬৫ আসনের উপনির্বাচনেও এই সংখ্যা রাখা হয়েছে। কিন্তু গত সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশন জানিয়েছে যে, এর পরবর্তী নির্বাচনে বুথ পিছু ভোটার সংখ্যা ১৫০০ করা হবে। সেই ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বুথ পিছু ভোটার সংখ্যা ১৫০০ করা হচ্ছে। আবার, পশ্চিমবঙ্গের মধ্যে বুথ পিছু ভোটার সংখ্যা যদি ১৫০০ এর নিচে নামানো হয়, তাহলে বেশ কিছু সমস্যা আসতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সে ক্ষেত্রে বুথ পুনর্বিন্যাসের প্রয়োজন হবে। কোথাও বুথের সংখ্যা বাড়াতে বা কমাতে হবে। আবার নতুন বুথ তৈরি করতে হলে অধিক পরিমানে ভোট যন্ত্র, ভোট কর্মী, নিরাপত্তারক্ষীর দরকার পড়বে। তাই সবকিছু চিন্তা ভাবনা করেই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে সমস্ত বুথে মোট ভোটার সংখ্যা ১৫০০ অতিক্রম করবে, সেখানে অক্সিলিয়ারি বুথ নির্মাণ করা হবে। প্রসঙ্গত এখন রাজ্যে মোট বুথের সংখ্যা হল ৭৮ হাজার ৮০৪ টি। কিন্তু গত লোকসভা ভোটের পূর্বে যা ছিল ৭৮ হাজার ৭৯৯ টি। আবার ১০০ টি বুথে ভোটার সংখ্যা ১৫০০ এর বেশি আছে। এই বুথগুলির পুনর্বিন্যাস করা হবে।

অন্যদিকে আগামী ১৮ ই নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে, যা আগামী ১৫ ই ডিসেম্বর পর্যন্ত চলবে। নতুন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ ই জানুয়ারি। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। বুথ লেভেল অফিসার, বুথ লেভেল এজেন্ট সকলকেই মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

শনিবার, রবিবার যারা বুথে বসবেন। নতুন ভোটার তালিকায় নাম নথিভুক্ত, নাম ঠিকানা সংশোধনের ফর্ম তাঁরা জমা নেবেন। অনলাইনের মাধ্যমেও এর আবেদন করা যাবে। ২০২১ এ যারা ১৮ বছর বয়সে পড়বেন, তারা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। সে ক্ষেত্রে নতুন ভোটারদের ৬ নম্বর ফরম পূরণ করতে বলা হয়েছে। এভাবে করোনা পরিস্থিতির মধ্যেও সঠিক সময়ে নির্বাচন করতে বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!