এই প্রথম তিন তালাক বিল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় বিশেষ খবর রাজ্য January 3, 2018 অবশেষে তাত্ক্ষণিক তিন তালাক বিল নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে যখন ঐতিহাসিক রায়ে দেশের সর্বোচ্চ আদালত বাতিল করে দিয়েছিল এই প্রথাকে, তখন নিশ্চুপ ছিলেন তিনি। এমনকি সংসদে কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে আইন আনতে বিল পেশ করে তখনও কোনও সরকারি প্রতিক্রিয়া জানায়নি রাজ্যের শাসক দল। অবশেষে বীরভূমে সরকারি জনসভা থেকে তিন তালাক নিয়ে নিজের ও দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তিন তালাক বাতিল করা নিয়ে আমরা বিরোধিতা করিনি, কারণ এটি মেয়েদের পক্ষে। কিন্তু যে বিল সরকার এনেছে তাতে মেয়েরা আরও বিপদে পড়ে যাবে। চুলকে ঘা করার চেষ্টা হচ্ছে, এই বিল নিয়ে রাজনীতি করছে । রাজনৈতিক কারণেই এই বিল এনেছে, বিলটিই ত্রুটিপূর্ণ। হিন্দু ও মুসলমানরা যে যে ধর্ম বিশ্বাস করেন, তাঁরা সেই ভাবে চলবেন। আমি সম্পূর্ণ ভাবে সংখ্যালঘু মহিলাদের পক্ষে। কেউ যদি আইনটা ত্রুটিপূর্ণ করতে চায়, তৃণমূল ছেড়ে কথা বলবে না। মহিলাদের পক্ষে আমাদের আবেগের জায়গা রয়েছে। আপনার মতামত জানান -