এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার শেষের সময় এসে গেল? গরিবের চোখের জলে ভেসে যাবেন মুখ্যমন্ত্রী!

মমতার শেষের সময় এসে গেল? গরিবের চোখের জলে ভেসে যাবেন মুখ্যমন্ত্রী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিরোধী নেত্রী থাকার সময় এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা মাঝেমধ্যেই বলতেন। বাম সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি বলতেন, “কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না।” কিন্তু এখন বড়লোকদের খাইয়ে গরিব মানুষদের উচ্ছেদ করে যেভাবে সেই সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষদের মুখের ভাত কেড়ে নিচ্ছে এই রাজ্যের প্রশাসন, তাতে কি বলবেন মাননীয়া মুখ্যমন্ত্রী?

নিঃসন্দেহে জবরদখল হয়ে যাওয়া রাস্তায় হকার উচ্ছেদ হবে। কিন্তু তার জন্য তো গরীব মানুষগুলোকে আগে থেকে নোটিশ দিতে হবে। তা না দিয়ে যেভাবে শহর কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন এবং তাতে যেভাবে সাধারণ মানুষদের চোখের জল দেখা যাচ্ছে, তাতে এই কান্নাই কাল হবে না তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? এদিন এই ব্যাপারে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন শুভেন্দুবাবুকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গরিব মানুষদের পক্ষ অবলম্বন করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “ওনাকে এই গরিব মানুষদের চোখের জলে ভেসে যেতে হবে। আজকে কলকাতায় বিভিন্ন এলাকা থেকে শুরু করে বোলপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে গরিব মানুষদের চোখের জল মাটিতে পড়ছে, যেভাবে দুইজন ছাত্রী স্কুল থেকে এসে দেখে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাদের চোখের জল যেভাবে পড়েছে, তাতে এই চোখের জলে ওনাকে ভেসে যেতে হবে।”

স্বভাবতই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যায়, তাহলে তার অবিলম্বে সম্বিত ফেরা উচিত‌। আর যদি তিনি ক্ষমতার নেশায় ডুবে থেকে এই গরিব মানুষের ওপর বুলডোজার চালাতেই ব্যস্ত থাকেন, তাহলে আগামী দিন কিন্তু আরও কাছাকাছি থেকে বিদায়ের ঘন্টা শুনতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়‌। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!