এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  ‌মানিকতলায় ফুটবে পদ্ম? মনোনয়ন জমা দিয়েই আত্মপ্রত্যয়ী হেভিওয়েট!

 ‌মানিকতলায় ফুটবে পদ্ম? মনোনয়ন জমা দিয়েই আত্মপ্রত্যয়ী হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-হাতে আর কয়েকটা দিন। তারপরেই রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যেই প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন। তবে সকলের নজর রয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রের ওপর নির্বাচনের দিকে। এবারে প্রয়াত সাধন পান্ডের স্ত্রীকে প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু মেয়ে এবং মায়ের মধ্যে একটা দ্বন্দ্ব থাকার কারণে এখানে তৃণমূলের মধ্যেই খেলা হয়ে যেতে পারে বলেই মনে করছে বিরোধীরা। আর এসবের মধ্যেই বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েই এই কেন্দ্রে পদ্ম ফোটার ব্যাপারে আত্মবিশ্বাসী মনোভাব পোষণ করলেন কল্যাণ চৌবে।

প্রসঙ্গত, এদিন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করেন কল্যাণ চৌবে। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় প্রতিক্রিয়া দেন তিনি। হেভিওয়েট এই বিজেপি প্রার্থী বলেন, “এতদিন এখানকার মানুষ একদলীয় শাসন ব্যবস্থা দেখেছে, একজন মানুষকে দেখেছে। আমি আশা করব, মানিকতলার মানুষ আমাদের কাজ করার সুযোগ দেবে। আমি এই কেন্দ্রে জেতার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী।” স্বভাবতই তৃণমূল যতই এই কেন্দ্রে লাফালাফি করার চেষ্টা করুক না কেন, বিজেপি যে একশো শতাংশ লড়াই দেবে এবং তৃণমূলকে যে ছেড়ে কথা বলা হবে না, তা স্পষ্ট করে দিলেন কল্যান চৌবে। তবে ভোটের বাক্সে তিনি কতটা নিজের দাপট বজায় রাখতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!