এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মানুষের টাকা লুট? সাধারণের জন্য বড় ব্যবস্থা মোদীর! জানলে চমকে যাবেন!

মানুষের টাকা লুট? সাধারণের জন্য বড় ব্যবস্থা মোদীর! জানলে চমকে যাবেন!


প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট-শেষ দফার ভোটের আগে বাংলায়  প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অশোকনগরের সভা থেকে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে যেভাবে মানুষের টাকা লুট করা হয়েছে, তা কি করে মানুষের কাছেই ফেরত দেওয়া যায়, তার আশ্বাস দিতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। যার ফলে রীতিমত উজ্জীবিত সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি নেতা কর্মীরা।

সূত্রের খবর,  অশোক নগরের হরিপুরের মাঠে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, “যা লুট করা হয়েছে, সেটা কি করে ফেরত দিতে হবে, তার জন্য আইনি ব্যবস্থা করছি।” একাংশ বলছেন, যদি সত্যিই এটা প্রধানমন্ত্রী করতে পারেন, তাহলে তা নয়া দিগন্ত স্থাপন করবে। পাশাপাশি যারা দুর্নীতি করেছে, তারা যেমন শিক্ষা পাবে, ঠিক তেমনই দুর্নীতির টাকা উদ্ধার হলে যে তা মার যায় না, সেই বার্তাও সাধারণ মানুষের কাছে স্পষ্ট হবে। তাই মোদীর এদিনের এই বক্তব্যর রীতিমত গ্রহণযোগ্য হয়ে উঠেছে জনতা জনার্দনের কাছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!