এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা তো ছিলই, এবার পুজোর আনন্দ পুরোপুরি মাটি করতে চলেছে এই সমস্যা? জানুন বিস্তারিত ভাবে

করোনা তো ছিলই, এবার পুজোর আনন্দ পুরোপুরি মাটি করতে চলেছে এই সমস্যা? জানুন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের দীর্ঘ সময় ধরে বন্ধ আছে লোকাল ট্রেন পরিষেবা এর উপরে শহরের রাস্তায় বাসের অমিল, সবকিছু মিলিয়ে চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে শহরের নিত্যযাত্রীদের। করোনা সংক্রমনের পুজোর মুহূর্তেও পথে-ঘাটে মিলছে না পর্যাপ্ত পরিমাণে বাস। কোনও রুটে ঠিকমত চলছে না বাস, কোথাও বাস চলছে খুব অল্পসংখ্যক ভাবে। এই পরিস্থিতিতে পুজোর মুখে, আরও বেশি পরিমাণে বেসরকারি বাস কমে যাবার আশঙ্কা করা হচ্ছে পুলিশের বেসরকারি বাস রিকুইজেশনের কারণে। এরফলে বাড়ছে আরও ভোগান্তি।

পুজোয় শহরের প্রায় ৮০০ সরকারি বাস রিকুইজেশন করতে পারে পুলিশ। এরজন্য বাস পিছু দৈনিক ৮০০ টাকা, দিনে প্রায় ২০ লিটার জ্বালানি ও বাসের খালাসী ও চালকদের দৈনিক খাই খরচা বাবদ ৪০ টাকা বরাদ্দ করা হয়। পুজোর সময় পুলিশের ডিউটির জন্য বাসগুলোকে রিকুইজেশন করার কথা বলা হয়েছে। আর এতেই আছে বাস মালিকদের প্রবল আপত্তি। বাস মালিকরা এ কারণে রাস্তায় বাসের সংখ্যা কমিয়ে দিয়েছেন।

পুজোয় পুলিশের এই বাস রিকুইজেশনের ব্যাপারে বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতি সুরজিত্‍ সাহা ও ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ন বসু জানালেন, ” করোনা কালে বাস খুব কম চলছে। আর এই সময় পুলিশ ৮০০ টি বাস- মিনিবাস তুলে নিলে রাস্তায় আর কটা বাস চলবে? ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রিকুইজেশনের ভয়ে একাধিক অজুহাত দেখিয়ে রাস্তায় বাসের সংখ্যা কমিয়ে দিয়েছেন মালিকেরা। এ কারণে নিত্যযাত্রীদের বিপদ বাড়ছে। পুজোর সময় বাস রিকুইজেশন করা হয়, তবে আর্থিক লোকসানে পড়তে পারে বাসগুলো। এ কারণেই পথে নামছে না অনেক বাস। একে করোনা সংক্রমনের কারণে, তারপর রিকুইজেশনের কারণে পথে বাসের অভাব দেখা দিতে শুরু করেছে। তাই পুজোর সময় বাসের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন শহরবাসী।

বাসের অভাবের ফলে, করোনা সংক্রমনের কালেও সংক্রমণের ভয়কে বুকে নিয়ে বাদুড়ঝোলা হয়ে বাস যাত্রা করতে হচ্ছে বহু নিত্যযাত্রীকে। এরপর যদি বাসের সংখ্যা আরও কমে যায় তাহলে অবস্থা কোথায় গিয়ে পৌঁছেবে, তা নিয়ে সংশয় বাড়ছে শহরবাসীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!