এখন পড়ছেন
হোম > জাতীয় > অধিকারী পরিবারের বাইরেও তৃণমূলের এক সেলিব্রিটি সাংসদ বিজেপির দিকে পা বাড়িয়ে? জল্পনা চরমে

অধিকারী পরিবারের বাইরেও তৃণমূলের এক সেলিব্রিটি সাংসদ বিজেপির দিকে পা বাড়িয়ে? জল্পনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষিত না হলেও, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যেই শুরু হয়েছে। একের পর এক খুঁটি সরিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর সাধের ঘাসফুলের ইমারতকে উপরে ফেলার প্রস্তুতি নিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। একারনে হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও সাংসদের বারবার বিজেপি ভুক্তির চেষ্টা চলছে। সম্প্রতি নিজের পরিবারে পদ্ম ফোঁটাবার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একই অনুষ্ঠানে মিলিত হতে চলেছেন শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী ও দেব। যার ফলে জল্পনা তীব্র হয়ে উঠেছে।

আগামী রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে হলদিয়াতে সেদিন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী বা দেব, তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ, এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত হওয়ার কথা শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দীপক অধিকারী বা দেবের। ইতিপূর্বে রুপোলি পর্দার রুদ্রনীল ঘোষ যোগদান করেছেন বিজেপিতে। এবার জল্পনা বাড়ছে দেবকে নিয়ে। যদিও এই অনুষ্ঠান হবে সম্পূর্ণ অরাজনৈতিক। প্রধানমন্ত্রী সেদিন কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন না বলে জানা গেছে।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর তাঁর পিতা শিশির অধিকারীকে একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত করা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে তিনি অপসারিত হয়েছেন। এদিকে নিজের পরিবারে পদ্ম ফোটানোর কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই শিশির অধিকারীর যেমন বিজেপিতে যোগদানের জল্পনা চলছে, তেমনি জল্পনা বাড়ছে শুভেন্দু অধিকারীর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারীকে নিয়েও।

এই অনুষ্ঠানে দিব্যেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। আবার সম্প্রতি তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। অনেকে মনে করছেন ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে ইস্তফা দিতে পারেন তিনি। তবে, এ বিষয়ে এখনো কোনো কিছু স্পষ্ট করে জানান নি সাংসদ। এই পরিস্থিতিতে এক মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন তৃণমূল সাংসদের অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র জল্পনা ছড়ালো।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!