এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপি শীর্ষ নেতৃত্ত্বের হাত ধরে বড় ভাঙ্গন শাসক ও বিরোধী দলে

বিজেপি শীর্ষ নেতৃত্ত্বের হাত ধরে বড় ভাঙ্গন শাসক ও বিরোধী দলে


কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়, রাজ্য সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জী এবং রাজ্য সহ সভাপতি চন্দ্র বসুর উপস্থিতিতে অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে বড়সংখ্যায় নেতা-কর্মীরা যোগদান করলেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তৃণমূল কংগ্রেসের নদীয়া জেলার যুবমোর্চার নেতা প্রদীপ চক্রবর্তী। চন্দ্র বাবুর দাবী প্রদীপ চক্রবর্তী নদীয়া জেলার তৃণমূলের যুবনেতা হলেও তাঁর বাড়ি ও রাজনৈতিক ক্ষেত্র নৈহাটী এবং তাঁর হাত ধরে নদীয়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে প্রায় ৩,০০০ তৃণমূলের নেতা-কর্মী ডিসেম্বর মাসের মধ্যেই বিজেপিতে যোগদান করতে চলেছেন।
এছাড়াও বিজেপিতে যোগদান করেন কল্যাণী থেকে আইএনটিইউসি নেতা মৃন্ময় ঘোষ, জয়নগর থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচনে লড়া দিবাকর নস্কর, কৃষ্ণনগর থেকে তৃণমূল যুব কংগ্রেসের সেক্রেটারি কৌশিক সাহা, অঞ্জন নাথ, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সম্পাদক সুবীর ঘোষ। ফরওয়ার্ড ব্লকের স্টেট কমিটি মেম্বার শুভদীপ রায়, কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট শুভ্রদীপ রায়, উত্তম দাস এবং নেতাজি রিসার্চের সাথে যুক্ত নীলাদ্রি ব্যানার্জী। বিএসপি থেকে নির্বাচনে প্রার্থী হওয়া লক্ষ্মী যাদব রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!