এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মেঘালয়ে তৃণমূলের ভবিষ্যৎ কি, আগাম জানালেন সুকান্ত !

মেঘালয়ে তৃণমূলের ভবিষ্যৎ কি, আগাম জানালেন সুকান্ত !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দলীয় সংগঠনকে চাঙ্গা করতে বাংলার বাইরে বিস্তার লাভ করার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। তবে গোয়া থেকে ত্রিপুরা, বিভিন্ন রাজ্যে গিয়েও সেভাবে সাফল্য লাভ করতে পারেনি ঘাসফুল শিবির। যা নিয়ে বারবার তাদের কটাক্ষ করেছে বিজেপি। আর এই পরিস্থিতিতে মেঘালয়ে গিয়ে দলীয় সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই বিষয়েই তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে আগাম ভবিষ্যৎবাণী করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “অতীতেও গোয়াতে গিয়েছেন, ত্রিপুরাতে গিয়েছেন। কিন্তু ফলাফল শূন্য হয়েছে। মেঘালয়েও তাই হবে। আর কিছু নয়, ওই কিছু টাকা খরচ করে ওনারা প্রচার করার চেষ্টা করবেন, আর নির্বাচনের আগে ডায়মন্ড হারবার থেকে টাকা দিয়ে লোক নিয়ে যাবেন।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি বাইরের রাজ্যে সংগঠন বিস্তারের চেষ্টা করলেও তৃণমূল যে কোনো লাভ করতে পারবে না, তা স্পষ্ট করে দিলেন সুকান্ত মজুমদার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!