এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় কিভাবে ক্ষমতা দখল করবে বিজেপি, বাতলে দিলেন মোদী-শাহ ঘনিষ্ট বিজেপি সাংসদ

বাংলায় কিভাবে ক্ষমতা দখল করবে বিজেপি, বাতলে দিলেন মোদী-শাহ ঘনিষ্ট বিজেপি সাংসদ


সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। বিজেপির কাছে সেই বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পর্যুদস্ত করে ক্ষমতা দখল করাই এখন মূল লক্ষ্য। তার কারণেই গত লোকসভা নির্বাচনে সেমিফাইনালে বিজেপি বাংলা থেকে 18 টা আসন পাওয়ার পর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে উজ্জীবিত হয়ে উঠেছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হলেও, সেভাবে কোথাও কোথাও ফাঁকফোকর থেকে গিয়েছে বলে দলের অন্দরে অভিযোগ উঠতে শুরু করেছে।

তবে এখন নিজেদের মধ্যে আর বিন্দুমাত্র ফাঁক না রেখে, তৃণমূলের ব্যর্থতাগুলোকে তুলে ধরে ক্ষমতা দখলের কাছাকাছি এগিয়ে যেতে হবে বলে জানিয়ে দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বঙ্গসন্তান স্বপন দাশগুপ্ত। বর্তমানে একদিকে করোনা পরিস্থিতি এবং অন্যদিকে ভয়াবহ দুর্যোগ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের দুর্বলতা প্রকাশ্যে চলে আসছে।

আর এই পরিস্থিতিতে এবার সেই সমস্ত বিষয় তুলে ধরে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির স্বপন দাশগুপ্ত। এদিন তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের সরকার সাইক্লোন মোকাবিলায় ব্যর্থ। এই সরকার একেবারেই তৈরি ছিল না। তার ফল এখন ভুগতে হচ্ছে। বুধবার ভয়াবহ ঝড় তাণ্ডব চালিয়ে যাওয়ার পর 5 দিন কেটে গিয়েছে। এখনও স্বাভাবিক পরিস্থিতি হয়নি। এখনও বিদ্যুৎ, জল আসেনি। তাই বিপাকে পড়ছে বাংলার মানুষ।” আর এরপরই বিজেপিকে কিভাবে রাজ্যের ক্ষমতা দখল করতে হবে, তার বার্তা দেন স্বপনবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “তৃণমূলের ব্যর্থতার ফাঁক দিয়েই বিজেপিকে ক্ষমতা দখল করতে হবে। এর জন্য বিজেপিকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। মহামারী থেকে মহাপ্রলয়ের মোকাবিলায় তৃণমূলের ব্যর্থতাই 2021 এর লড়াইয়ে বিজেপিকে অনেকটা এগিয়ে দেবে। সেই কাজটাই এখন সুচারুভাবে করতে হবে।”

অর্থাৎ স্বপনবাবুর এই কথা থেকে স্পষ্ট যে তিনি বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বদের বুঝিয়ে দিতে চাইলেন যে, বর্তমানে আর বসে থাকার সময় নেই। বরঞ্চ তৃণমূলের যে সমস্ত ব্যর্থতা প্রকাশ্যে আসছে, সেই সমস্ত বিষয় তুলে ধরে আগামী 2021 এর লড়াইটা এখন থেকেই শুরু করে দিতে হবে বলে জানিয়ে দিলেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় জনতা পার্টির বঙ্গ নেতৃত্বরা তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার হলেও, বেশ কিছু ক্ষেত্রে তাদের পিছিয়ে পড়তে দেখা যাচ্ছে।

বর্তমান সময়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অনেক ইস্যু রয়েছে, যেগুলো নিয়ে তারা সোচ্চার হতে পারে। তাই এই পরিস্থিতিতে কোনোভাবেই বসে না থেকে সেই সমস্ত বিষয় নিয়ে যাতে রণাঙ্গনে নেমে 2021 এ যাতে ক্ষমতা দখল করা যায়, তার জন্য বার্তা দিয়ে দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলে মত ওয়াকিবহাল মহলের। এখন বিজেপি নেতৃত্ব স্বপনবাবুর এই মতামতকে কতটা প্রাধান্য দেয়, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!