এখন পড়ছেন
হোম > রাজ্য > মেলাতেও করোনা টিকা, কোভিড রুখতে বড় উদ্যোগ রাজ্যের!

মেলাতেও করোনা টিকা, কোভিড রুখতে বড় উদ্যোগ রাজ্যের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাস নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে। উৎসবের মরসুমে নতুন করে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন বেশি পরিমাণে ছড়িয়ে পড়ার কারণে চিন্তিত প্রশাসন। আর এই পরিস্থিতিতে সামনেই গঙ্গাসাগর মেলার আগে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গঙ্গাসাগরে পূণ্যার্থীদের সুরক্ষিত রাখতে এবার সেখানেও প্রশাসনের পক্ষ থেকে মেগা ভ্যাকসিন সেন্টারের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে পুণ্যার্থীরা চাইলে তাদের ভ্যাকসিন দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এবার গঙ্গাসাগরের মেলায় মেগা ভ্যাকসিন সেন্টারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেখানে গোটা মেলা জুড়ে 10 টি ভ্রাম্যমাণ ভ্যাকসিনের গাড়ি থাকবে। মূলত কোনো পুণ্যার্থী যদি ভ্যাকসিন নিতে চান, তাহলে তাদের মেলা প্রাঙ্গণেই ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। একাংশ বলছেন, দ্রুত রাজ্য চাইছে সকলকে করোনা টিকা দিয়ে দিতে। যাতে বেশি করে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ চোখ রাঙাতে না পারে। তাই সেই কারণে কপিলমুনির আশ্রমে গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভিড় হলে সেখানেও মেগা ভ্যাকসিন সেন্টার তৈরির উদ্যোগ নিল রাজ্য। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!