এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু ঘনিষ্ঠ তৃনমূল নেতা, শাসকদলের অন্দরে বাড়ছে জল্পনা!

বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু ঘনিষ্ঠ তৃনমূল নেতা, শাসকদলের অন্দরে বাড়ছে জল্পনা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে এমনিতেই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। তবে অচিরেই দলের সঙ্গে তার দূরত্ব মিটে যাবে বলে আশা করছেন অনেকে। কিন্তু এই পরিস্থিতিতে এবার সেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে শুরু করল। জানা গেছে, সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সাথে একটি ছবি ভাইরাল হয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খানের।

আর এরপর থেকেই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই তৃনমূল নেতার রাজনৈতিক ভবিষ্যৎ গুঞ্জন ক্রমশ দানা বাঁধতে শুরু করে। এদিকে সোমবারই তিনি জানিয়ে দেন যে, মেচেদার সভা থেকে তিনি বিজেপিতে নাম লেখাবেন। আর তাই এখন সিরাজ খানের সঙ্গে ঠিক কে কে তৃনমূল ছাড়বেন, এখন সেটাই বড় জল্পনার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

জানা গেছে, আজ মেচেদার সভায় বিজেপির পক্ষ থেকে বড় যোগদানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই তৃনমূল সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে নেতা কর্মীরা বিজেপিতে নাম লেখাবেন বলে জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। যার ফলে অস্বস্তি আরও বৃদ্ধি পেয়েছে তৃনমূল কংগ্রেসের। এদিন এই প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দেবব্রত পট্টনায়েক বলেন, “শুধু তৃনমূল নয়, মেচেদার সভায় অন্য রাজনৈতিক দল থেকেও অনেক নেতা বিজেপিতে যোগ দেবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই পূর্ব মেদিনীপুর জেলা যেখানে তৃনমূলের শক্ত ঘাঁটি, সেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝেই এই নেতার দলত্যাগ ব্যাপক চিন্তা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর মেদিনীপুরে অধিকারী পরিবারের কথা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। কিন্তু সেখানে এখন ব্যাপক দলবদল হতে দেখা যাচ্ছে। সিরাজ খানের মত নেত যেভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন, তাতে তৃনমূলের শক্ত ঘাঁটিতে বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে তৃনমূল বলে দাবি একাংশের।

তবে সিরাজ খানের বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে পাল্টা কটাক্ষ করেছে তৃনমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে পাশকুড়া ব্লক তৃনমূলের সভাপতি দীপ্তি জানা বলেন, “সিরাজ খান বলেছেন উনি জনগণের কাজ করতে এসেছেন। যে পাশকুড়া থেকে নির্বাচনে জিতে উনি জনপ্রতিনিধি হয়েছেন, সেই এলাকার জনগণের জন্য কি করেছেন! শুধু নাটক করে নিজের স্বার্থসিদ্ধি করেছেন। উনি বিজেপিতে যাচ্ছেন, নতুন কোনো স্বার্থ পূরনের লক্ষ্যে।” তবে তৃনমূলের পক্ষ থেকে চাপে পড়েই যে এখন এইসব কথা বলা হচ্ছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। কিন্তু সিরাজ খান বিজেপিতে যোগ দিলে তার সাথে আর কে কে গেরুয়া শিবিরে নাম লেখান এবং তার ফলে জেলা রাজনীতিতে কি প্রভাব পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!