এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার প্রাক্তন সাংসদের নিশানায় জেলাশাসক,২০২১ এর আগে বাড়ছে ক্রমশ জল্পনা !

এবার প্রাক্তন সাংসদের নিশানায় জেলাশাসক,২০২১ এর আগে বাড়ছে ক্রমশ জল্পনা !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত রবিবার ঝাড়গ্রাম জেলায় ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ তথা জেলা তৃণমূলের মুখপাত্র উমা সরেন সরাসরি নাম না নিয়েও জেলাশাসক আয়েষা রানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন। এ বিষয়ে তাঁর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। এরপরেই শোরগোল পড়ে যায় ঝাড়গ্রাম জেলায়। তবে, এই ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি প্রিয় বন্ধু মিডিয়ার পক্ষে। গত রবিবার ঝাড়গ্রামের বেলিয়াবেড়া ব্লক তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ঝাড়গ্রামের নোটা এলাকায়।

গত রবিবারের এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্বের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও জেলা তৃণমূলের মুখপাত্র উমা সরেন। মঞ্চে বক্তৃতা দেবার সময়, তৃণমূল দলের বেশ কিছু নেতাকর্মীর নামে কেন বদনাম হয়েছে, তার কারণ জানাতে গিয়ে উমা সরেন জানালেন, ” আমার দলের ৯৯.৯৯ শতাংশ সমস্ত নেতা-কর্মী ভাল, নন কোরাপ্ট। সবাই দিনান্ত পরিশ্রম করেন। তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা হল না জানা। আমরা বেশিরভাগ বিষয়ই জানি না। কীভাবে কাজ করব। মাত্র একজন সরকারি অফিসার আপনাদের জন্য যে টাকা পাঠানো হচ্ছে, সেটা মাঝখান থেকে তুলে নিয়ে কেরল হয়ে দুবাই পাঠিয়ে দিচ্ছে।”

এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ উমা সরেন আরো জানালেন যে, এই টাকা কেরল হয়ে দুবাই চলে যাচ্ছে। অন্যদিকে সমস্ত বদনাম, দুর্নাম এসে পড়ছেন তৃণমূলের ঘাড়ে। তিনি জানিয়েছেন, গত দু’বছরে ঝারগাম জেলার উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা এসেছিল। কিন্তু সে টাকা গায়েব। তিনি জানালেন, সামান্য টাকার ভাগ দিয়ে তাদের নামে দুর্নাম করিয়ে, অধিকাংশ টাকা নিয়ে নিচ্ছেন এক অফিসার। তিনি জানালেন, ৯৯.৯৯ শতাংশ সরকারি আধিকারিক হলেন সৎ ও ভালোমানুষ। তারা চাইছেন সরকারি প্রকল্পগুলি মানুষের কাছে যেন পৌছে যায়। কিন্তু কোনো বিশেষ সরকারি অফিসার দু-একজন অসৎ মানুষকে দলে ঢুকিয়ে দিয়ে বদনাম করছেন দলের নেতাকর্মীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়ে জানতে পরবর্তীদের উমা সরেনকে সাংবাদিকেরা ফোন করলেও, তিনি নিরুত্তর ছিলেন। তবে, এ প্রসঙ্গে ঝাড়গাম জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু জানান যে, ওই সভায় তিনিও উপস্থিত ছিলেন। তবে প্রাক্তন সংসদ কাকে উদ্দেশ্য করে একথা বলছেন, তা তিনি জানেন না। তাঁর কথায়, এটা তাঁর ব্যক্তিগত মত মাত্র। তবে, ঝাড়্গ্রাম জেলা তৃণমূল নেতাদের একাংশ জানালেন যে, জেলাশাসক আয়েষা রানিকেই নির্দেশ করেছেন উমা সরেন, এটা পরিষ্কার। কারণ, আয়েষা রানির বাড়ি কেরালায়, তাঁর স্বামী কর্মসূত্রে থাকেন দুবাইতে। তৃণমূল সূত্রের খবর, ক্ষোভ থাকলেও জেলাশাসক সম্পর্কে এতদিন পর্যন্ত কোনো বিরূপ মন্তব্য করতে পারছিলেন না দলের বিভিন্ন নেতাকর্মীরা। এবার সেটাই করেছেন উমা সরেন। এ প্রসঙ্গে জেলাশাসক আয়েষা রানি কোন বক্তব্য রাখেন নি। তাঁর কথায়, উপযুক্ত প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ নিয়ে মন্তব্য করা যায় না।

প্রসঙ্গত, গত ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে পর্যুদস্ত হবার পর আর অর্জুনের পরিবর্তে উত্তর দিনাজপুরের জেলাশাসক আয়েষা রানিকে ঝাড়গ্রামে আনা হয়েছিল। স্বচ্ছ প্রশাসন করার লক্ষ্য নিয়ে কাজ করতে শুরু করেছিলেন তিনি। কিন্তু, কাজে যোগদেবার পর থেকেই বেশ কিছু তৃণমূল নেতা ও জনপ্রতিনিধির রোষানলে পড়েছেন তিনি। অভিযোগ উঠেছে, করোনার তথ্য তিনি গোপন করেছেন। সেইসঙ্গে জনপ্রতিনিধিদের বাদ দিয়ে পঞ্চায়েত স্তরে পরিকল্পনা রূপায়ণ ও নানা বিষয় নিয়ে নিজের একক সিদ্ধান্ত নিয়েছেন। অভিযোগ উঠেছে বেশিরভাগ তৃণমূল নেতা নেত্রীদের তিনি কোন গুরুত্ব দেননি। জেলার প্রশাসনের বিভিন্ন আধিকারিকের বদলি করা হয়েছে। এরপরে জেলা শাসকের বিরুদ্ধে বক্তব্য রাখলেন উমা সরেন।

অন্যদিকে জেলার বেশ কিছু তৃণমূল নেতা ভোটকুশলী পিকের কাছে অভিযোগ করেছেন যে, ভারতী ঘোষের মতো সর্বময় কত্রী হয়ে উঠেছেন জেলাশাসক। শাসক দলের নেতাদের তিনি এড়িয়ে চলছেন। তবে, আয়েষা রানির ঘনিষ্ঠদের দাবি, দুর্নীতি রোধ করতে গিয়েই শাসক দলের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন জেলাশাসক। জেলা শাসকের বিরুদ্ধে পরোক্ষ ভাবে প্রাক্তন সাংসদের বিরুদ্ধ মন্তব্যে বাড়ছে জল্পনা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!