এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সন্ত্রাস করে ভোটটা পার করার কথা ভাবলে মূর্খের স্বর্গে বাস করছেন: মুকুল রায়

সন্ত্রাস করে ভোটটা পার করার কথা ভাবলে মূর্খের স্বর্গে বাস করছেন: মুকুল রায়


সবং উপনির্বাচন জেতার লক্ষ্য নিয়ে সবং হাইস্কুলের মাঠে আজ জনসভা করে বিজেপি। বিজেপি সূত্রে দাবি প্রবল বৃষ্টি ও ঠান্ডা মাথায় করেই সভায় হাজির হয়েছিলেন কয়েক হাজার বিজেপি সমর্থক। এদিনের সভায় বিজেপির তরফে প্রধান বক্তা ছিলেন, সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই সভা থেকে মুকুল রায় বলেন –

১. সবং উপ-নির্বাচনে প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
২. এ ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করছি
৩. যাঁরা ভাবছেন সন্ত্রাস করে ভোটটা পার করে দেবেন তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন
৪. সন্ত্রাস করে এবার ভোটে জেতা ‌যাবে না
৫. সময় বদলে গিয়েছে
৬. কোনও জায়গায় আপনাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না
৭. আপনারা বুথ আগলে রাখুন, কাউকে ভয় পাবেন না
৮. তাহলে দেখবেন সবংয়ের মাটিতে ইতিহাস ঘটবে
৯. যেটা আগামী দিন পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতিতে একটা নতুন দিকনির্দেশ করবে
১০. তৃণমূল সমর্থক হিসেবে বুথে গিয়ে মনে মনে শপথ নিন, জানার (জয়দেব জানা) হত্যাকারীর স্ত্রীকে একটা ভোটও দেব না
১১. তৃণমূল এখন আর দল নেই
১২. সেটি এখন পিসি-ভাইপোর লিমিটেড কোম্পানি
১৩. দল ‌যদি করতেই হয় তাহলে বিজেপি করুন
১৪. কোম্পানিতে তো লোক চাকরি করে, ওই কোম্পানিতে কেন চাকরি করতে ‌যাবেন?
১৫. পশ্চিমবঙ্গে আজকাল আর কোনও বড় কাটআউট আর তলায় সততার প্রতীক লিখে মুখ্যমন্ত্রীর ছবি ছাপা হয় না
১৬. তার কারণ, তাঁরা নিজেরাও জানেন বাংলায় তাঁরা কী করছেন আর কীসের জন্য আছেন
১৭. তৃণমূল নেতারা রোজ বলছেন দাদা গুজরাত নির্বাচনের রায় টা বেরোতে দিন, আমরা সবাই তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দেব
১৮. কংগ্রেসের লোকেরা বলছেন শুধু গুজরাতের নির্বাচনটা হতে দিন, আর থাকব না কংগ্রেসে
১৯. আর সিপিআইএম বলছে, আমরা তো অতীত হয়ে গেছি ভাই, একটু তোমাদের সঙ্গে থাকব, লড়াইটা লড়ব, কারণ, এই লড়াই সিপিআইএমে থেকে হবে না
২০. বহু জায়গায় বহু কথা বলছে একটা বাচ্চা ছেলে
২১. আমিও তাঁকে বলছি, ভারতের যে কোনও প্রান্তে যে কোনও আসনে লড়াই করুক আমি তৈরি আছি
২২. এই চ্যালেঞ্জটা করে দিয়ে গেলাম

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!