এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নবান্ন করে নি “বাড়তি” ছুটি মঞ্জুর! আগাম জামিন মামলায় আরও বিপাকে রাজীব কুমার?

নবান্ন করে নি “বাড়তি” ছুটি মঞ্জুর! আগাম জামিন মামলায় আরও বিপাকে রাজীব কুমার?


কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ভাগ্যাকাশে যেন শনির দশা কিছুতেই কাটছে না। শুক্রবারও এই রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের মামলার শুনানি সম্পন্ন হল না। যার ফলে প্রাক্তন পুলিশ কমিশনারের ভাগ্য অনেকটাই ঝুলে রইল বলে দাবি বিশেষজ্ঞদের।

জানা গেছে, আগামী সোমবার হাইকোর্টে এই ব্যাপারে শুনানি হবে। বস্তুত, গত বুধবার বিচারপতি সইদুল্লা মুন্সি এবং শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি শুরু হয়। তবে দিনের-পর-দিন পেছোতে শুরু করলে শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ এই শুনানি শুরু হলে সেই শুনানি থেকে কোনো একটা রফাসূত্র বেরিয়ে আসবে বলে আশাবাদী ছিলেন অনেকেই। তবে এদিনও শেষ হয়েও শেষ হল না।

সিবিআইয়ের আইনজীবীরা রাজীব কুমারের আবেদনের তীব্র বিরোধিতা করে সওয়াল করলে শেষ পর্যন্ত আদালত জানিয়ে দেয় যে, আগামী সোমবার ফের শুনানি হবে। ফলে এখন সোমবার পর্যন্ত অপেক্ষা না করা ছাড়া কোনো উপায় নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজীব কুমার প্রশাসনের কাছে যে বাড়তি ছুটির আবেদন করেছিলেন, তা প্রশাসন মঞ্জুর করেছে বলে জানা গেছে। যা নিয়েও এবার সিবিআইয়ের অন্দরে শুরু হয়েছে তৎপরতা। সূত্রের খবর, শুক্রবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের অবস্থান জানবার জন্য সিবিআইয়ের একটি টিম দফায় দফায় বৈঠক করেন।

অফিসারদের একাংশ বলছেন, কলকাতা এবং তার আশেপাশের এলাকাতেই রাজীব কুমার রয়েছেন। তবে রাজীব কুমারের আবেদনের ভিত্তিতে তার ছুটি মঞ্জুর করা নিয়ে কিছুটা সাবধানী রাজ্য প্রশাসন। গত 25 তারিখ পর্যন্ত রাজীব কুমারের ছুটি মঞ্জুর করা হলেও সম্প্রতি তিনি রাজ্য প্রশাসনের কাছে তার বাড়তি ছুটির আবেদন করেন।

তবে এতদিন এই বিষয় নিয়ে প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ করা না হলেও রাজীব কুমারের ছুটির সময় পেরিয়ে গেলে রাজ্য প্রশাসন তার নামের পাশে অনুপস্থিত দেখানোয় তার ছুটি মঞ্জুর করা হয়নি বলে মনে করছে বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!