এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলাকে মোদী অশ্রদ্ধা করেন বলেই পুজোর মধ্যে NET পরীক্ষা? প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক

বাংলাকে মোদী অশ্রদ্ধা করেন বলেই পুজোর মধ্যে NET পরীক্ষা? প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনা সংক্রমনের মধ্যে চলতি মাসের শুরুর দিকে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স ও নিট- ইউজি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিল বেশ কিছু বিরোধী দল। ফলে তীব্র হয়েছিল সংঘাত। যার ঢেউ শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল সর্বোচ্চ আদালতের দোরগোড়ায়। যদিও হাজার চেষ্টা করেও কেন্দ্রীয় সরকারের মত বদলানো যায় নি। এদিকে আবার আগামী ১ লা অক্টোবর থেকে চলতি বছরের NET পরীক্ষা শুরু হতে চলেছে। এবার NET পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল কংগ্রেস। দূর্গা পুজোর দিন রাজ্যে এই পরীক্ষার আয়োজন করায় কেন্দ্রীয় সরকারকে অভিযোগের কাঠগড়ায় তুলল রাজ্য সরকার।

প্রসঙ্গত এ বছর NET পরীক্ষা আগামী ১ লা অক্টোবর থেকে শুরু হতে চলেছে, যা আগামী ২৩ সে অক্টোবর শেষ হচ্ছে। এদিকে আবার আগামী মাসের ২১ তারিখ রয়েছে পঞ্চমী, ২২ তারিখে ষষ্ঠী, ২৩ তারিখে সপ্তমী। পশ্চিমবঙ্গে NET পরীক্ষা ২২ তারিখে অর্থাৎ ষষ্ঠীর দিনে নির্ধারিত হয়েছে। এভাবে দূর্গা পূজার দিনে NET পরীক্ষা থাকায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে তৃণমূল।

কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যসভাতে একটি নোটিশ জারি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এখানে উল্লেখ করা হয়েছে, ” দুর্গাপুজো প্রত্যেক বাঙালির অন্যতম উৎসব। দুর্গাপুজোকে আন্তর্জাতিক উৎসব বললেও ভুল হবে না। এই সময় প্রত্যেক মানুষ উৎসবের মেজাজে থাকেন। এছাড়া পুজোর সময় রাস্তায় যানবাহন যেমন বেশি থাকে, ঠিক তেমনই মানুষের ভিড়ও বেশি থাকে। তার ফলে পরীক্ষার্থীদের স্বাভাবিকভাবেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যা হতেই পারে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দূর্গা পূজার কারণে NET পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দূর্গা পূজার পরিবর্তে অন্য কোন দিন এই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

ইতিপূর্বে করোনা সংক্রমণ কালে জয়েন্ট এন্ট্রান্স ও নিট- ইউজি পরীক্ষা নেওয়ার কারণে কেন্দ্রকে অভিযোগে কাঠগড়ায় তুলেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি বলেছিলেন, দেশের করোনা সংক্রমণ কালে সর্বভারতীয় পরীক্ষার আয়োজন করে প্রধানমন্ত্রী পরীক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।

এবার দুর্গাপূজার মধ্যেই  NET পরীক্ষার আয়োজন করায় কেন্দ্রর বিরুদ্ধে পুনরায় সরব হলেন তিনি। টুইটারে টুইট করে তিনি লিখলেন, ” পুজোর পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীর দিন NET পরীক্ষা নেওয়া হচ্ছে। তার মাধ্যমে পড়ুয়াদের সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবজ্ঞা এবং বাংলার সংস্কৃতি সম্পর্কে অশ্রদ্ধা বেরিয়ে পড়েছে।”

টুইটারে তাঁর এই বক্তব্য নিয়ে শোরগোল পরে গেছে বিভিন্ন মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!