এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কাশ্মীর নিয়ে বিশেষ বার্তা তালিবানদের, টানটান উত্তেজনা আন্তর্জাতিক মহলে

কাশ্মীর নিয়ে বিশেষ বার্তা তালিবানদের, টানটান উত্তেজনা আন্তর্জাতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি আফগানিস্তানের উপর প্রায় সম্পূর্ণ দখল নিয়েছে জঙ্গিগোষ্ঠী তালিবান। দেশ ছেড়ে অন্যত্র চলে গেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শীঘ্রই সে দেশের সমস্ত ক্ষমতা তালিবানের দখলে চলে যাবে। ইতিমধ্যে আফগানিস্তান নাম পর্যন্ত বদলে ফেলা হয়েছে। সে দেশের নাম রাখা হয়েছে ইসলামিক এম্পায়ারেট অফ আফগানিস্তান। আফগানিস্তান ছেড়ে পালাতে শুরু করেছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে আফগানিস্তান দখলের পর গতকাল প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেখা গেল তালিবানকে। একাধিক বিষয় নিয়ে সেখানে বক্তব্য রাখা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো কাশ্মীর ইস্যু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বন্দ্ব রয়েছে। এবার কাশ্মীর ইস্যুতে এক হয়ে যেতে পারে আফগানিস্তান ও পাকিস্তান। ফলে সমস্যা বাড়তে পারে ভারতের। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কাজকর্মের প্রাবল্য বৃদ্ধির আশঙ্কা আছে। কাশ্মীরে জঙ্গি হানা বাড়তে পারে। এক্ষেত্রে পাকিস্তান, আফগানিস্তান এক যোগে ভারতের ওপর সমস্যা বাড়াতে পারে। সবকিছু নিয়েই রয়েছে প্রবল আশঙ্কা। এই পরিস্থিতিতে তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানালেন যে, কাশ্মীর হলো ভারতের আভ্যন্তরীণ ও দ্বিপাক্ষিক বিষয়। কাশ্মীর তালিবানের লক্ষ্য নয়।

তার এই বক্তব্য শুনে অনেকেই মনে করছেন যে, কাশ্মীর নিয়ে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। কাশ্মীরের ওপর হাত বাড়াবে না আফগানিস্তান। তবে, ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীর সংলগ্ন সংলগ্ন বান্দাকোস তালিবানদের দখলে চলে গেছে। যা লাইন অফ কন্ট্রোল থেকে মাত্র চারশো কিলোমিটার দূরে রয়েছে। তাই আশঙ্কা যথেষ্টই আছে। এদিকে ভারতের ৫০০ টি প্রজেক্ট তালিবানদের হাতে চলে যাবার আশঙ্কা রয়েছে। তাই এই প্রজেক্ট গুলিতে ভারত যে বিনিয়োগ করেছে, তার ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট উদ্বেগ রয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!