এখন পড়ছেন
হোম > অন্যান্য > ছেলের ইচ্ছে পূরণ করতে এবার কি সিদ্ধান্ত নিতে চলেছেন মেসির বাবা?

ছেলের ইচ্ছে পূরণ করতে এবার কি সিদ্ধান্ত নিতে চলেছেন মেসির বাবা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফুটবল দুনিয়ায় কান পাতলেই কিছুদিন থেকে শোনা যাচ্ছে একটাই খবর, শেষ পর্যন্ত মেসির ভবিষ্যতে কি ঘটতে চলেছে। সেই নিয়ে অনেক আশঙ্কা, অনেক উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগী থেকে শুরু করে ক্রীড়া বিশেষজ্ঞরা। তবে এবার হয়ত সেই সমস্যায় ইতি টানতে আদরে নামছেন মেসির বাবা জর্জ মেসি। হ্যাঁ, সম্প্রতি তেমনটাই খবর শোনা যাচ্ছে।

কয়েকটি আন্তর্জাতিক সংবাদপত্রের খবর অনুযায়ী, ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গেই নাকি চুক্তি সারবেন মেসি। কারণ তাদেরকেই নাকি পছন্দ হয়েছে মেসির। আর সেই নিয়ে তাঁদের নাকি তিনি সম্মতিসূচক ঈশারাও করে দিয়েছেন বলেই জানা গেছে। সেক্ষেত্রে ক্লাবটির সঙ্গে যদি চুক্তি হয়, তবে মোট পাঁচ বছরের চুক্তি হবে বলেই খবর। আর সেই চুক্তিসংক্রান্ত ঝামেলা মেটাতেই নাকি বার্সা প্রেসিডেন্ট বার্তামেউয়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন মেসির বাবা জর্জ মেসি। অন্যদিকে বার্সা চেষ্টা করছে মেসিকে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে। তবে জর্জ মেসি কিন্তু তাঁর ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিতে চেষ্টা করছেন বলেই মনে হচ্ছে। তাই বার্সার সঙ্গে চুক্তিসংক্রান্ত ঝামেলা মিটিয়ে ফেলতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, ক্লাবের সঙ্গে চুক্তি অনুযায়ী বার্সেলোনা থেকে মেসির ‘রিলিজ ক্লজ’ ৭০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ কোনও ক্লাব যদি মেসিকে তাদের হয়ে সই করাতে চায় তাহলে আগে বার্সেলোনাকে এই বিপুল পরিমাণ অর্থ দিতে হবে। তারপর তারা আলাদা করে মেসির সঙ্গে চুক্তি করতে পারবে। তবে, সেক্ষেত্রে বার্সার সঙ্গে মেসির চুক্তি শেষ হওয়ার কথা আগামী বছর জুন মাসে। আর চুক্তির শর্ত অনুযায়ী, শেষ হওয়ার এক বছর আগে ‘রিলিজ ক্লজ’ কমে ৩০০ মিলিয়ন ইউরো হয়। তবে সেই শর্ত অনুযায়ী প্রতি বছর এই সময় শেষ হওয়ার দিন ৩১মে। তবে এই বছর ইতিমধ্যেই তা অতিক্রান্ত। সুতরাং এখন মেসির সেই আবেদন মানতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। অন্যদিকে মেসির আইনজীবীর বক্তব্য, ৩১ মে নয়, ‌করোনার কারণে সবকিছুই পিছিয়ে গেছে। তাই চলতি বছরের ফুটবল মরশুম শেষ হওয়ার কথা ৩১ আগস্ট। আর তাই মেসি এখনও আবেদন করতে পারেন। আর এই নিয়েই এবার দু’‌পক্ষের মধ্যে এতদিন আলোচনা চলছিল।

অন্যদিকে মেসির দাবি ছিল, বার্সা ঠিক তাঁর ইচ্ছাকে সন্মান করে তাঁকে ছেড়ে দেবে। তবে সেই কথায় পাকাপাকি সিলমোহর বসিয়েছে বার্সা। তারা জানিয়েছেন, রিলিজ অ্যামাউন্ট ঠিকঠাক না পাওয়া পর্যন্ত মেসিকে তারা ছাড়বেন না। অন্যদিকে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে নয়া চুক্তিতে নাকি সায় রয়েছে খোদ মেসির। সেই জন্য তাঁর ট্রান্সফার ফি সমেত পারিশ্রমিক, সবই ঠিক হয়ে গেছে। শুধু তাই নয়, নতুন চুক্তিতে থাকছে একটি বিশেষ শর্তও। পাঁচ বছরের এই চুক্তিতে পরবর্তী সময়ে এমএলএসের দল নিউ ইয়র্ক সিটি এফসি–তে খেলতে দেখা যাবে মেসিকে। তবে এই ব্যাপারে মেসি কত টাকা পারিশ্রমিক নেবেন সে ব্যাপারে কিছু জানানো যায়নি এখনও। এখন তাই শেষমেশ বাবার ওপরই ভরসা রেখেছে মেসি। যাতে কোনোভাবে কোর্টে যাওয়া থেকে আটকানো যায় ব্যাপারটা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!