এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রবল ভাঙনে উড়ছে ঘুম! এবার বৃহত্তর আন্দোলনের হুমকি হেভিওয়েট তৃণমূল নেত্রীর! জানুন বিস্তারিত!

প্রবল ভাঙনে উড়ছে ঘুম! এবার বৃহত্তর আন্দোলনের হুমকি হেভিওয়েট তৃণমূল নেত্রীর! জানুন বিস্তারিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মালদহের বৈষ্ণবনগরের নদী ভাঙ্গন নতুন কিছু নয়। কিন্তু এবার সেই ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। ফুঁসছে গঙ্গা‌। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়তে শুরু করেছে। তাই এমন এমতাবস্থায় এদিন বৈষ্ণবনগরে সেই গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে গেলেন মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর। যেখানে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি এই গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিতে দেখা গেল তৃণমূলের এই নেত্রীকে।

সূত্রের খবর, মৌসম বেনজির নূরের সঙ্গে এদিন এই এলাকা পরিদর্শনে আসেন তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন সহ মালদহ জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা। সাধারণ মানুষরা ভাঙ্গন কবলিত এলাকার দুরাবস্থা নিয়ে মৌসম নুরের কাছে তাদের ক্ষোভ উগরে দেন। আর তারপরেই এই গোটা বিষয়ে ফারাক্কা ব্যারেজের ওপর দায় চাপান জেলা তৃণমূলের সভানেত্রী। তিনি বলেন, “বৈষ্ণবনগরের ভাঙ্গন সমস্যা নতুন কিছু নয়। কিন্তু গত রবিবার যে ভাঙ্গন হয়েছে, তার মাত্রা রীতিমতো উদ্বেগজনক। সাধারণ বাসিন্দারা আমার কাছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অভিযোগ জানিয়েছেন। আমি জানতে পেরেছি, যেখানে ভাঙ্গন হয়েছে সেই এলাকার তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। কিন্তু সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে না। সুরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না। দরকার হলে আমরা দলের পক্ষ থেকে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে খোলাখুলি কথা বলব। আবেদন জানাব, তারা যাতে তাদের দায়িত্ব পালন করেন। তাতে সুরাহা না হলে লাগাতার আন্দোলনে নামা ছাড়া তৃণমূলের সামনে আর অন্য কোনো রাস্তা খোলা থাকবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর মৌসম বেনজির নূরের এই মন্তব্যের পরেই এখন তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকাজুড়ে‌‌। যেভাবে ভাঙ্গন কবলিত এলাকার মানুষের পাশে এসে দাঁড়ালেন জেলা তৃণমূলের সভানেত্রী এবং গর্জে উঠলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে, তাতে দ্রুত যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে তৃণমূল এর বিরুদ্ধে রাস্তায় নামতে পারে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তাল হতে পারে মালদহ। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ভাঙ্গন কবলিত মানুষের অসুবিধার কথা শুনে মৌসম বেনজির নূর এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!