এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মোদীর শপথের পরেই আজ নবান্নে বড় বৈঠক, কি সিদ্ধান্ত নেবেন মমতা?

মোদীর শপথের পরেই আজ নবান্নে বড় বৈঠক, কি সিদ্ধান্ত নেবেন মমতা?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গে তৃণমূল লোকসভা নির্বাচনে অভূতপূর্ব ফলাফল করেছে। 29 টি আসনে তাদের জয়ের পরেই এবার তারা আরও ভালো করে মানুষের কাছাকাছি পৌঁছে যাতে আগামী বিধানসভায় ভালো ফলাফল করা যায়, তার চেষ্টা করছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবারের লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের অবতপূর্ব ফলাফলের একমাত্র কারণ, লক্ষ্মীর ভান্ডার বলেই মনে করছেন একাংশ। কিন্তু বাংলায় তৃণমূল ভালো ফলাফল করলেও, কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এনডিএ জোট। প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী।

স্বভাবতই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুটা হলেও ধাক্কা খাওয়ার মত। আর এই পরিস্থিতিতে বাংলা দখলে রাখতে এবং বাংলার মানুষের মন পেতে আজ নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক থেকেই বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে মনে করছেন একাংশ।সূত্রের খবর, আজ বিকেল চারটের সময় নবান্নের সভা ঘরে একটি উচ্চপর্যায়ে বৈঠক ডাকা হয়েছে। যেখানে সমস্ত মন্ত্রী থেকে শুরু করে সমস্ত দপ্তরের সচিব, এমনকি জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সশরীরে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, কোন দপ্তরের কাজের পরিস্থিতি কি, তা নিয়েই এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি যে সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প গুলো রয়েছে, সেখানে মানুষ কতটা উপকৃত হচ্ছেন, তা নিয়েও আলোচনা হতে পারে।আর লোকসভা নির্বাচনে মানুষের এই বিপুল সমর্থন তৃণমূলকে যেভাবে উজ্জীবিত করেছে, তাতে এদিনের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে সাধারণ মানুষদের জন্য সামাজিক প্রকল্পের ক্ষেত্রে আরও বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে। যদিও বা শেষ পর্যন্ত কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তিনিই জানেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!