এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মদনের গলায় এজেন্সির ভয়! প্রবল সঙ্কটে পড়তে চলেছে তৃণমূল!

মদনের গলায় এজেন্সির ভয়! প্রবল সঙ্কটে পড়তে চলেছে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এক সময় তাকেও কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে জেলে থাকতে হয়েছে। তবে জেল থেকে মুক্ত হয়ে ফিরে আসার পরেও দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি তিনি। কিন্তু মাঝেমধ্যেই বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন মদন মিত্র। আর বর্তমান পরিস্থিতিতে যখন কেন্দ্রীয় এজেন্সি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচারের মত তদন্ত করছে, ঠিক তখনই সেই এজেন্সির তৎপরতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র।

 

একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে আগামীকালই কামারহাটি, বরানগরের গলিতে গলিতে এজেন্সির দাপাদাপি বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন তিনি। আর কামারহাটি তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই বলছেন, তাহলে কি আরও একাধিক অনিয়ম, বেনিয়মের অভিযোগ নিয়ে তদন্তে নামতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! যার চাপে পড়ে কি আগামী দিনে আরও বেকায়দায় পড়তে পারে ঘাসফুল শিবির! তাই কি আগেভাগেই এজেন্সির তৎপরতা নিয়ে প্রশ্ন তুললেন মদন মিত্র!

 

সূত্রের খবর, এদিন একটি সভায় বক্তব্য রাখেন মদন মিত্র। যেখানে তিনি বলেন, “আগামী কালই হয়ত কামারহাটি, বরানগরের গলিতে গলিতে এজেন্সির দাপাদাপি বৃদ্ধি পাবে। কিন্তু চিন্তার কিছু কারণ নেই, ঘাবড়াবেন না। আমরা রয়েছি, সবাই মিলে লড়াই করব।” আর এখানেই প্রশ্ন, মদন মিত্র কেন এমন আশঙ্কার কথা বললেন! বিরোধীদের দাবি, মদন মিত্র নিজেও জানেন, তার দলের পরোতে পরোতে দুর্নীতি লুকিয়ে রয়েছে। আগামী দিনে কেন্দ্রীয় এজেন্সি আরও একাধিক বিষয়ে তদন্ত করবে এবং তার থেকে দুর্নীতির রহস্যভেদ হবে। তাই আগেভাগেই সেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিদ্রোহ তৈরি করার আভাস দিয়ে কর্মীদের একত্রিত করার আপ্রাণ চেষ্টা করছেন মদনবাবুর মতো নেতারা। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না।

বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই মদন মিত্রের এই বক্তব্য এবং আশঙ্কা বাস্তবায়িত হয়, তাহলে আরও চাপে পড়তে পারে তৃণমূল কংগ্রেস। এমনিতেই মাঝেমধ্যেই নিয়োগ-দুর্নীতির ঘটনায় একের পর এক তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তিরা ডাক পেতে শুরু করেছেন। অনেকে গ্রেপ্তার পর্যন্ত হয়েছেন। পৌরসভার নিয়োগ দুর্নীতি কান্ড নিয়ে জল আরও ঘোলা হতে শুরু করেছে।

এমত পরিস্থিতিতে কামারহাটি, বরানগর এই সমস্ত এলাকায় যদি এজেন্সি কোনো একটি বিষয় নিয়ে তদন্ত শুরু করে, আর তাতে যদি তৃণমূলের যোগসাজশ কিছুটা হলেও সামনে আসে, তাহলে তা আরও চিন্তার কারণ হয়ে দাঁড়াবে শাসক শিবিরের কাছে। তাই আগেভাগেই এজেন্সিকে খোঁচা দিয়ে কর্মীদের পাশে দাঁড়ানোর কথা শোনা গেল মদনবাবুর মতো নেতার গলায়। যা তৃণমূলের কাছে যথেষ্ট ভয় এবং চিন্তার কারণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!