এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার প্রশংসা করতে গিয়ে প্রফুল্ল-সিদ্ধার্থকে অপমান? একি করলেন অভিষেক!

মমতার প্রশংসা করতে গিয়ে প্রফুল্ল-সিদ্ধার্থকে অপমান? একি করলেন অভিষেক!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দলের প্রতি আনুগত্যেরও একটা সীমা থাকা প্রয়োজন। কিন্তু সেই সীমা যখন আয়ত্তের বাইরে বেরিয়ে পড়ে, তখন নিঃসন্দেহে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। বর্তমানে জনসংযোগ কর্মসূচি করতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বিভিন্ন সভায় বিভিন্ন রকম বক্তব্য রাখছেন তিনি। তবে এবার নিজের দলের নেত্রী এবং সম্পর্কে নিজের পিসির প্রশংসা করতে গিয়ে কি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরাসরি অপমান করে বসলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়!যেখানে প্রবাদপ্রতিম রাজ্যের একাধিক প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে টেনে এনে প্রশ্ন তুলে দিলেন তিনি। যার ফলে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সৌজন্যতা থেকে শুরু করে প্রাজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

সূত্রের খবর, এদিন একটি জেলায় জনসংযোগ কর্মসূচিতে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “আপনারা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত কোনো মুখ্যমন্ত্রী জেলায় জেলায় ঘুরেছেন! এর আগে প্রফুল্ল সেন থেকে শুরু করে সিদ্ধার্থশঙ্কর রায়, জ্যোতি বসুর মতো ব্যাক্তিরা মুখ্যমন্ত্রীরা ছিলেন। কিন্তু তারা কখনও জেলায় ঘুরেছে! একজন মহিলা যিনি হাওয়াই চপ্পল পড়ে গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন।”

আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, এইভাবে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নিয়ে কথা বলার অধিকার অভিষেকবাবুকে কে দিয়েছে! তিনি তো সদ্য রাজনীতিতে এসেছেন, তার এইরকম অপমান সূচক কথা বলা কি সাজে! অনেকে বলছেন, এক একজন রাজনীতিবিদ এক এক স্টাইলে জনসংযোগ করেন। সেক্ষেত্রে প্রফুল্ল সেন থেকে শুরু করে সিদ্ধার্থশঙ্কর রায়ের মতো প্রবাদপ্রতিম প্রয়াত নেতাদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, তা সত্যিই ঔদ্ধত্য এবং অহংকারের পরিচয় দিচ্ছে বলেই দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!